BRAKING NEWS

ইভিএম বিভ্রাট সহ ভোট প্রক্রিয়ার খোঁজ নিলেন মুখ্য নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ ফেব্রুয়ারি৷৷ ইভিএম বিভ্রাটকে ঘিরে নির্বাচন নিয়ে রাজ্যে যে উদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার বিস্তারিত খোঁজ খবর নিল নির্বাচন কমিশন৷ বুধবার ভিডিও কনফারেন্সিংয়ে মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারীক শ্রীরাম তরুণীকান্তি এবং আটটি জেলার জেলা শাসকের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেছেন৷ সিপিএম ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে তিনটি বুথে পুণঃনির্বাচন এবং ১৩টি বিধানসভা কেন্দ্রে ইভিএমে প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবী নির্বাচন কমিশনের কাছে জানিয়েছে৷

সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনার ভোটের দিন বিরাট সংখ্যায় ভোট যন্ত্রাংশে গোলযোগ দেখা দেওয়ার কারণ জানতে চেয়েছেন৷ পাশাপাশি রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে যে প্রশ্ণ উঠেছে তার যৌক্তিকতা কতটা রয়েছে সেই বিষয়ে আলোচনা করেছেন৷ সূত্রের দাবী, সিপিএম যে অভিযোগগুলি কমিশনে জমা দিয়েছে তার প্রেক্ষিতে কি ব্যবস্থা নেওয়া সম্ভব সেই বিষয়েও এদিন ভিডিও কনফারেন্সিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ বিশেষ করে মুখ্য নির্বাচন কমিশনার জেলা শাসকদের কাছ থেকে ভোটের দিনের নির্বাচনী প্রক্রিয়ার সমস্ত রিপোর্ট নিয়েছেন৷

উল্লেখ্য, টাকারজলা বিধানসভা কেন্দ্রে তিনটি বুথে সিপিএম পুণঃনির্বাচনের দাবী জানিয়েছে৷ তাছাড়া, পানিসাগর, সিমনা, ধর্মনগর, টাকারজলা, রাধাকিশোরপুর, মাতাবাড়ি, বাঘমা, আশারামবাড়ি, মোহনপুর, বনমালীপুর, মান্দাইবাজার, সূর্যমণিনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবী জানিয়েছে৷ সূত্রের খবর, এদিন মুখ্য নির্বাচন কমিশনার ঐ কেন্দ্রগুলিতে কী পরিমাণ ইভিএম গোলযোগ দেখা দিয়েছিল এবং ভোট প্রক্রিয়া চালু রাখার ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হয়েছিল সেই বিষয়ে জেনে নিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারীকের কাছ থেকে৷ সূত্রের দাবি, মুখ্য নির্বাচন আধিকারীক ভোটের দিন মকপোল মিলিয়ে বিভিন্ন বুথে ৬৯৪ টি ভোট যন্ত্রাংশে গোলযোগ দেখা দিয়েছিল, সেই তথ্য নির্বাচন কমিশনকে দিয়েছেন৷ পাশাপাশি সমস্ত ভোট যন্ত্রাংশ বদল করা হয়েছে তাও তিনি কমিশনকে জানিয়েছেন৷ এদিকে, এখনও তিনটি বুথে পুণঃনির্বাচনের বিষয়ে কোন সিদ্ধান্ত নেয়নি কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *