BRAKING NEWS

ভ্যান ও ম্যাজিকের মুখোমুখী সংঘর্ষে চড়িলামে গুরুতর জখম ১১জন যাত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ফেব্রুয়ারি৷৷ মঙ্গলবার সাত সকালে চড়িলামের রামকৃষ্ণ সেবাশ্রম সংলগ্ণ এলাকায় জাতীয় সড়কে একটি মারুতী

চড়িলামে দুর্ঘটনাগ্রস্থ ভ্যান ও ম্যাজিক৷ মঙ্গলবার তোলা নিজস্ব ছবি৷

ভ্যান ও ম্যাজিক গাড়ির মুখোমুখি সংঘর্ষে ১১ জন আহত হয়েছেন৷ জানা গিয়েছে, চড়িলাম পরিমল চৌমুহনী এলাকার ফকিরামুড়া গ্রামে বাসিন্দা কিরণ দেবনাথের ছেলের বিয়ের বরযাত্রী নিয়ে ম্যাজিক গাড়িটি আগরতলা রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল৷ কিন্তু, চড়িলামে আসার পর দ্রুত বেগে একটি টি আর-০১-এম-০২১০ নম্বরের মারুতী ভ্যানের সঙ্গে ম্যাজিক গাড়ির সংঘর্ষ হয়৷ তাতে মারুতী ভ্যানের চালক গৌতম সাহা (১৯), যাত্রী রাহুল ত্রিপুরা (২৯), কৃষ্ণ দাস (৪৫) এবং দিপঙ্কর সাহা (৪৫) তিনজনের পা ও একজনের কোমড় ভেঙ্গে যায় বলে হাসপাতাল সূত্রে খবর৷ অন্যদিকে টিআর-০১-সি-৩৪৭৭ নম্বরের ম্যাজিক গাড়িটিতে থাকা এগারজন যাত্রীর মধ্যে গুরুতরভাবে আহত হয়েছে পরেশ দেবনাথ (২৮), পৃথ্বিষ দেবনাথ (২০), জয়া শীল (১৯), স্বপ্ণা দেবনাথ (৩৬), রঞ্জিত দেবনাথ (২৯), সাগর নমঃ (১৮) এবং কিরণ দেবনাথ (৫৬)৷ আহতদের মধ্যে কয়েকজনকে বিশ্রামগঞ্চ প্রাথমিক হাসপাতালে ও মারুতী ভ্যানের চারজনকে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷ পরে আহত এগারজনকে জি বি হাসপাতালে রেফার করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিনের এই দুর্ঘটনার প্রধান করাণ হচ্ছে মাত্রাতিরিক্ত গতিতে গাড়ি চালানো৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে এবং দুটি গাড়িই আটক করেছে৷ ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে দুটি গাড়িই৷ প্রসঙ্গত, ঐ এলাকা দিয়ে দ্রুত বেগেই ছুটে গাড়ি৷ কিন্তু, পুলিশ নীরব দর্শক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *