BRAKING NEWS

প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলায় নেস ওয়াদিয়ার বিরুদ্ধে চার্জশিটে শারীরিক নির্যাতনের অভিযোগ

মুম্বই, ২১ ফেব্রুয়ারি (হি.স.) : বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টার শ্লীলতাহানির মামলার ৫০০ পাতারও বেশি চার্জশিটে নেস ওয়াদিয়ার বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ রয়েছে৷ প্রায় ৪ বছর এই মামলা হয়ে গেল৷ বুধবার সেই মামলায় চার্জশিট ফাইল করা হল৷ রিপোর্ট অনুযায়ী, মামলায় প্রমাণ হিসেবে প্রীতি জিন্টা একটি ছবিও দাখিল করেছেন৷ তাঁর অভিযোগে তিনি জানিয়েছেন নেস ওয়াদিয়া ও তিনি একসঙ্গে আইপিএল টিম কিংস ইলেভেন পাঞ্জাবের মালিক ছিলেন৷ সেই সময়ই অনেক ক্ষেত্রে নেস শুধু তাঁর সঙ্গেই নয়, টিমের সদস্যদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছেন৷
ঘটনাটি ঘটে, মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেশনে৷ ২০১৪ সালে ৩০ মে আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের সময় ঘটনাটি ঘটে৷ দক্ষিণ মুম্বইয়ের মেরিন ড্রাইভ পুলিশ স্টেশনে তিনি অভিযোগ দায়ের করেন৷ পরে নেস ওয়াদিয়ে ২০ হাজার টাকার ব্যক্তিগত জামিনে মুক্তি পান৷ সেই সঙ্গে বিবৃতি দিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাকে শ্লীলতাহানির দায়ে অভিযুক্ত নেস ওয়াদিয়া৷ তিনি দাবি করেন, “অভিযোগের কথা জানতে পেরে আমি হতবাক৷ আমার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন৷”
প্রীতির অভিযোগ, ৩০ মে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সপ্তম আইপিএল এর কিংস ইলেভেন বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্যেই গারওয়ারে প্যাভিলিয়নে হঠাৎই তাঁর উপর চড়াও হন নেস৷ গালিগালাজ ও ভীতি প্রদর্শনের পাশাপাশি বলিউড অভিনেত্রীর শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ৷ প্রীতির অভিযোগ পেয়ে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করে পুলিশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *