BRAKING NEWS

নির্বাচনের জন্য পরীক্ষার সূচি নিয়ে সংকটে মধ্যশিক্ষা পর্ষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ বিধানসভা নির্বাচনের জন্য ঘোর সংকটে মধ্যশিক্ষা পর্ষদ৷ ইতিপূর্বে দ্বাদশের পরীক্ষা সূচী বদল করা হয়েছিল বিধানসভা নির্বাচনের জন্য৷ আবারও দ্বাদশের একটি পরীক্ষা পিছিয়ে দিতে হচ্ছে চড়িলাম বিধানসভা কেন্দ্রে নির্বাচনের জন্য৷ এখন নয়া সংযোজন, ১৩ মার্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়েও দুশ্চিন্তায় পড়েছে পর্ষদ৷

এবিষয়ে পর্ষদ সভাপতি অধ্যাপক মিহির কান্তি দেব বলেন, এবছর দ্বাদশ এবং মাধ্যমিক পরীক্ষা নিয়ে ভিষণ সমস্যায় পড়তে হচ্ছে৷ ইতিপূর্বে দ্বাদশের পরীক্ষার সূচী বদল করা হয়েছে৷ ৫ মার্চ থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও, বিধানসভা নির্বাচনের জন্য তা পিছিয়ে দেওয়া হয়েছে৷ ৮ মার্চ থেকে দ্বাদশের পরীক্ষা শুরু হবে৷ স্বাভাবিকভাবেই, দ্বাদশের পরীক্ষা সমাপ্ত হওয়ার তারিখ পিছিয়েছে৷ ৬ এপ্রিল দ্বাদশের পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন ৯ এপ্রিল তা সমাপ্ত হবে৷ তাতেও নিস্তার নেই পর্ষদের৷

তাঁর কথায়, এখন আবার পরীক্ষার সূচী বদল করতে হচ্ছে৷ চড়িলাম বিধানসভা কেন্দ্রের নির্বাচন ১২ মার্চ৷ ওই একই দিনে দ্বাদশেরও পরীক্ষা রয়েছে৷ ফলে, ভোটের দিন পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না৷ কারণ, ভোটারদের মধ্যে পরীক্ষার্থীও থাকতে পারেন৷ তাই, ১২ মার্চের দ্বাদশের পরীক্ষা পিছিয়ে সবশেষে নেওয়া হবে৷  সেক্ষেত্রে দ্বাদশেরর পরীক্ষার সমাপ্তির দিনও বদল হবে৷ কিন্তু, এরথেকেও আরো বড় সমস্যা হল ১৩ মার্চ মাধ্যমিক পরীক্ষা পরিচালনা নিয়ে৷ কারণ, ১২ মার্চ চড়িলাম কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হলে ১৩ মার্চ চড়িলাম সুকলে পরীক্ষা নেওয়া কতটা সম্ভব হবে, সেবিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে৷ পর্ষদ সভাপতি জানিয়েছেন, বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিতে নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, কমিশন এবিষয়ে পথ খঁুজে বের করবে, আশা করছি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *