BRAKING NEWS

তেরটি বিধানসভা কেন্দ্রের ইভিএমের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবী সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ তেরটি বিধানসভা কেন্দ্রে ইভিএমের প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবি জানিয়েছে সিপিএম৷ মঙ্গলবার সিপিএম কেন্দ্রীয় নেতা নীলোৎপল বসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল মুখ্য নির্বাচন কমিশনারের কাছে এই দাবি জানিয়েছে৷ সিপিএম চাইছে পানিসাগর, সিমনা, ধর্মনগর, টাকারজলা, রাধাকিশোরপুর, মাতাবাড়ি, বাগমা, আশারামবাড়ী, মোহনপুর, বনমালীপুর, মান্দাইবাজার, সূর্যমনিনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রের ইভিএমে প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা হোক৷

সিপিএমের মতে, বিধানসভা নির্বাচনে ৩১৭৪টি বুথের মধ্যে ৫১৯টি বুথে ইভিএম ও ভিভিপ্যাটে গোলযোগ দেখা দিয়েছিল৷ তাতে, ভোটদান প্রক্রিয়া ব্যাহত হয়েছে এবং ভোটাররা প্রচন্ড হয়রানির শিকার হয়েছেন৷ এক বিবৃতিতে সিপিএম জানিয়েছে, দলের রাজ্য কমিটির পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে গতকাল পাঠানো এক স্মারকলিপিতে ১৭ ও ১৮ ফেব্রুয়ারী যে সব ঘটনা সংগঠিত হয়েছে তা তুলে ধরা হয়৷ আজ সিপিআইএম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে স্মারকলিপিটি মুখ্য নির্বাচন কমিশনারের হাতে তুলে দেওয়া হয়েছে৷

মুখ্য নির্বাচন কমিশনারের কাছে সিপিআইএম দাবি জানিয়েছে, যে সব বিধানসভা কেন্দ্রে ভোট যন্ত্রাংশের গোলযোগের ফলে ভোট প্রক্রিয়া ব্যাপকভাবে ব্যাহত হয়েছে এমন ১৩টি বিধানসভা কেন্দ্রের ইভিএমের প্রাপ্ত ভোট ভিভিপ্যাটের স্লিপের সাথে মিলিয়ে দেখা হোক৷ সিপিএম পানিসাগর, সিমনা, ধর্মনগর, টাকারজলা, রাধাকিশোরপুর, মাতাবাড়ি, বাগমা, আশারামবাড়ি, মোহনপুর, বনমালীপুর, মান্দাইবাজার, সূর্যমনিনগর ও ধনপুর বিধানসভা কেন্দ্রে ইভিএমে প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখতে চাইছে৷

মুখ্য নির্বাচন আধিকারীকের সর্বশেষ দেওয়া তথ্য অনুসারে ভোটের সময় ২০৩টি ভিভিপ্যাট এবং ৭৮টি ব্যালট ইউনিট ও ৭৯টি কন্ট্রোল ইউনিট গোলযোগের কারণে বদল করা হয়েছে৷ তাছাড়া মক পোলের সময় ১৭২টি ভিভিপ্যাট এবং ৮৪টি ব্যালট ইউনিট ও ৭৮টি কন্ট্রোল ইউনিট বদল করা হয়েছে৷ সবগুলি ভোট যন্ত্রাংশ কমিশনের কাছে ফেরৎ পাঠানো হয়েছে বলে তিনি জানিয়েছেন৷

বিধানসভা নির্বাচনে ইভিএম বিভ্রাটকে ঘিরে ভিষণ চিন্তায় পড়েছে সিপিএম, এমনটাই মনে হচ্ছে৷ শাসক দলের এই চিন্তা স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রক্রিয়াকে কলংমুক্ত থাকতে দিচ্ছে না৷ তেরটি বিধানসভা কেন্দ্রে ইভিএমের প্রাপ্ত ভোটের উপর আস্থা রাখতে পারছে না সিপিএম৷ নিরপেক্ষ ভোট পরিচালনায় ইভিএমের ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখা অস্বাভাবিক কোন ঘটনা নয়৷ কিন্তু, এই প্রথম রাজ্যে শাসক দল সিপিএম নির্বাচনী প্রক্রিয়ায় আস্থা হারিয়ে হাজারো প্রশ্ণের জন্ম দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল৷ সরাসরি সিপিএম কোন প্রশ্ণ তোলার বদলে কেবল নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ করেছে৷ কিন্তু, সিপিএমের তেরটি বিধানসভা কেন্দ্রে ইভিএমের প্রাপ্ত ভোটের সাথে ভিভিপ্যাটের স্লিপ মিলিয়ে দেখার দাবি কার্য্যত ভোট কারচুপির অভিযোগ জানানোর সমতুল্য বলে মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষক মহল৷

সমালোচকদের মতে, ভোটে শাসক দলের তরফে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সন্দেহ প্রকাশ ব্যতিক্রমী ঘটনা৷ কারণ, প্রধান বিরোধী দল বিজেপি, এমনকি কংগ্রেসেরও এবারের নির্বাচনে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে কোন মাথাব্যাথা নেই৷ ফলে, আগামী ৩ মার্চ জনাদেশ কি হবে, তা নিয়ে রাজ্যবাসী ভিষণ উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন বলেই মনে হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *