BRAKING NEWS

টাকারজলায় সিপিএম প্রার্থীর বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা গ্রেপ্তারের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারি৷৷ উপজাতি সংরক্ষিত টাকারজলা বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রমেন্দ্র দেববর্মার বিরুদ্ধে এক

শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত সিপিএম প্রার্থীকে গ্রেপ্তারের দাবী পথ অবরোধ৷ ছবি নিজস্ব৷

মহিলার শ্লীলতাহানির অভিযোগ থানায় দায়ের করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে৷ এরপর প্রচুর সংখ্যায় উপজাতি পুরুষ ও মহিলা  রমেন্দ্র দেববর্মার কঠোর শাস্তির দাবীতে টাকারজলায় পথ অবরোধ করেন৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল সংখ্যায় পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে৷ অবরোাধকারীদের অভিযোগ বিজেপির জোটসঙ্গী আইপিএফটিকে সহায়তা এবং ভোট দেওয়ার অভিযোগে গিরীবাসীদের উপর সিপিএম ক্যাডারবাহিনী হামলা চালিয়ে যাচ্ছে৷

শ্লীলতাহানির শিকার হওয়ান ঐ মহিলা টাকারজলা থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাতে তিনি উল্লেখ করেছেন মঙ্গলবার দুপুরে তিনি নিজ ঘরে বিছানায় শুয়েছিলেন৷ তখন টাকারজলা বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী রমেন্দ্র দেববর্মা তার বাড়িতে যান এবং বৌদি বলে ডাকেন৷ তারপরই রমেন্দ্র দেববর্মা ঘরে ঢুকে ঐ মহিলার শ্লীলতাহানি করেন বলে অভিযোগ৷ ঐ মহিলা প্রতিবাদ করতেই অভিযুক্ত রমেন্দ্র দেববর্মা ঘটনাস্থল থেকে চলে যান৷ যাওয়ার সময় প্রেমবন্ধু দেববর্মা নামে আরও এক ব্যক্তিকে নিগৃহীত করেন বলে অভিযোগ৷ স্থানীয় সেন্ট পিটার সুকলের পাশে নির্যাতিতা মহিলার স্বামীকে পেয়ে অভিযুক্ত রমেন্দ্র দেববর্মা নাকি তিন মার্চ তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন নির্যাতিতা মহিলা৷ এদিকে, টাকারজলা থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর একটি মামলা নিয়েছে৷ মামলার নম্বর ০০৯/২০১৮৷ মামলাটি হয়েছে আইপিসির ৪৪৮/৩৫৪(বি) এবং ৫০৬ ধারা মোতাবেক৷ এদিকে, অভিযুক্ত সিপিআই(এম) প্রার্থী রমেন্দ্র দেববর্মাকে গ্রেপ্তাররে দাবীতে প্রচুর সংখ্যায় জনগণ টাকারজলায় পথ অবরোধ করেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *