BRAKING NEWS

আবারও ভূমিকম্প মেক্সিকোতে, ৬.১ তীব্রতার কম্পনে দিশেহারা মানুষজন

মেক্সিকো সিটি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): সেপ্টেম্বরের আতঙ্ক ফিরিয়ে চার দিনের ব্যবধানে আবার ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো| স্থানীয় সময় অনুযায়ী গত শুক্রবার সন্ধ্যায় ৭.২ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মেক্সিকো| ভূমিকম্পের ঝাঁকুনিতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যাপকভাবে বিপর্যস্ত হয়েছে বিদ্যুত পরিষেবা| ৭.২ তীব্রতার ভূমিকম্পের আতঙ্ক এখনও মুছে যায়নি মেক্সিকোর মানুষজনের মানুষ থেকে| চার দিনের ব্যবধানে আবারও ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো| স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকালে ৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে ওঠে মেক্সিকো| ভূকম্পন অনুভূত হয়েছে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতেও|
মার্কিন যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (মার্কিন ভূতাত্ত্বিক সর্বেক্ষণ) জানিয়েছে, স্থানীয় সময় অনুযায়ী সোমবার সকালে ৬.১ তীব্রতার ভূমিকম্পে কেঁপে মেক্সিকো| ভূমিকম্পের উত্সস্থল ছিল ওয়াক্সাকা থেকে ৪৩ কিলোমিটার (২৭ মাইল) পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| ৬.১ তীব্রতার ভূকম্পন অনুভূত হওয়া মাত্রই আতঙ্ক-প্রাণভয়ে বহু মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান| যদিও জোরালো এই কম্পনে এখনও পর্যন্ত প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় (স্থানীয় সময় সন্ধ্যা ৫.৩৯ মিনিট) ৭.২ তীব্রতার জোরালা ভূকম্পন অনুভূত হয়ে মেক্সিকোতে| আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন স্থানীয়রা| ভূকম্পনের ঝাঁকুনিতে বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিস্তীর্ণ এলাকাজুড়ে| ভূমিকম্পের কারণে প্রাণহানির কোনও খবর না থাকলেও, ভূমিকম্প পরবর্তী পরিস্থিতিতে একটি মিলিটারি হেলিকপ্টার ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে ১৩ জনের| ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে বেরিয়ে ভেঙে পড়ে মেক্সিকোর আভ্যন্তরীণ মন্ত্রী আলফোন্সো নাভারেতে এবং ওহাকা প্রদেশের গভর্নর আলেজান্দ্রো মুরাতের চপারটি| মন্ত্রী, গভর্নর এবং অন্যান্য আরোহীরা প্রাণে বেঁচে গেলেও, ১৩ জনের মৃত্যু হয়েছে| প্রসঙ্গত, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে বিধ্বংসী ভূমিকম্পে কেঁপে উঠেছিল মেক্সিকো| সেবার ভূমিকম্পের ঝাঁকুনিতে লণ্ডভণ্ড মেক্সিকোয় মৃত্যু হয়েছিল ৩৭০ জনেরও বেশি মানুষের|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *