BRAKING NEWS

পিএনবি জালিয়াতি : আরও ৮ ব্যাঙ্ক কর্মী বরখাস্ত

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি মামলায় বড় পদক্ষেপ নিল পিএনবি কর্তৃপক্ষ| পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) দুর্নীতির ঘটনায় বরখাস্ত করা হল পিএনবি-র আরও ৮ কর্মীকে| তাঁদের মধ্যে জেনারেল ম্যানেজার পদমর্যাদার অফিসারও রয়েছেন| সবমিলিয়ে পিএনবি দুর্নীতি প্রকাশ্যে আসার পর এখনও পর্যন্ত বরখাস্ত করা হল ১৮ জন পিএনবি কর্মীকে| পাশাপাশি আভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ|
পিএনবি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই বিলিয়নিয়ার হীরে ব্যবসায়ী নীরব মোদী এবং তাঁর বিজনেস পার্টনার মেহুল চোকসিকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| ইডি সূত্রের খবর, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ)-এর অধীনে নীরব মোদী এবং তাঁর বিজনেস পার্টনার মেহুল চোকসিকে সমন পাঠানো হয়েছে| আগামী এক সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে নীরব মোদী ও মেহুলকে|
উল্লেখ্য, বড়সড় ভুয়ো ও প্রতারণামূলক লেনদেনের হদিশ পেয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)| প্রায় ১১, ৪০০ কোটি টাকার জালিয়াতিতে সিবিআই ও ইডি-র নজরে এখন হিরে ব্যবসায়ী নীরব মাদী| পাশাপাশি ইডি-র স্ক্যানারে রয়েছেন নীরব মোদীর বিজনেস পার্টনার মেহুল চোকসি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *