BRAKING NEWS

ইডির স্ক্যানারে লালুর আত্মীয়, জিজ্ঞাসাবাদ যে কোনও সময়ে

পাটনা, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজা প্রাপ্ত আরজেডি সুপ্রিম লালু প্রসাদ যাদবের একের পর এক ঘটনায় অসুবিধা বেড়েই চলেছে| এবার নতুন করে রেলওয়ে টেন্ডার গরমিলে তার নাম জড়াল| জানা গিয়েছে, রেলের টেন্ডার দুর্নীতিতে তার পরিবারের এক সদস্যের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছে| জানা গিয়েছে, উত্তর প্রদেশের বাসিন্দা এমএলসি জিতেন্দ্র সিং নামে লালুর এক আত্মীয়ের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করেছে| লালুর ওই আত্মীয়কে ইডি যে কোনও সময় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে পারে|
সূত্রের খবর, জিতেন্দ্র হলেন লালুর জামাই রাহুলের বাবা| জিতেন্দ্র ও রাহুলের বিরুদ্ধে অভিযোগ, রাবড়ি দেবী মুখ্যমন্ত্রী থাকাকালীন এই দুইজন রাবড়ি দেবীকে এক কোটি টাকা অবৈধভাবে দিয়েছিলেন| এর আগে রাবড়ি দেবীকে ইডি জিজ্ঞাসাবাদ করার সময় রাবড়িদেবী জানিয়েছিলেন, তাকে তার জামাই এক কোটি টাকা দিয়েছিল| এর ঘটনার পর ইডি তার জামাই রাহুলকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছিল| কিন্তু রাহুল ইডির কোনও প্রশ্নের স্পস্ট জবাব দিতে পারেনি| এই ঘটনায় এবার ইডি রাহুলের বাবা জিতেন্দ্রকে জিজ্ঞাসাবাদ করার জন্য নোটিশ পাঠাতে চলেছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *