BRAKING NEWS

মাতাবাড়ি ও ধনপুরে রাজনৈতিক সন্ত্রাস, গুরুতর জখম ছয়জন, জোরদার করা হল নিরাপত্তা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ রাজনৈতিক সন্ত্রাসে উত্তপ্ত হয়ে উঠে মাতাবাড়ি ও ধনপুর বিধানসভা কেন্দ্র৷ বুধবার সন্ধ্যায় মাতাবাড়িতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে সিপিএমের ক্যাডরদের বিরুদ্ধে৷ এই হামলায় তিনজন গুরুতর আহত হয়েছে৷ আহতদের মধ্যে দুইজনের অবস্থা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ আহতরা হলেন বিশ্বজিৎ সূত্রধর, শান্তনু মজুমদার এবং প্রাণজিৎ রায়৷ উত্তেজনা প্রশমনে পুলিশ মৃদু লাঠিচার্জ করেছে৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে৷ বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা মাতাবাড়ি ও তৎসংলগ্ণ এলাকায়৷

সংবাদে প্রকাশ, বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মাতাবাড়ি বাজারে খোকন দাসের দোকানের সামনে কয়েকজন বিজেপি কর্মী বসে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করছিলেন৷ তখন হঠাৎই পনের ষোল জন সিপিএম ক্যাডার লাঠি ও কাঠের ফালি নিয়ে তাদের উপর আক্রমণ করে৷ এলোপাথাড়ি মারধর শুরু করে৷ তাতে উল্লেখিত তিন বিজেপি কর্মী গুরুতর জথম হয়েছেন৷ দলীয় কর্মীদের মারধরের খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে পৌঁছে শতাধিক বিজেপি কর্মী৷ বিক্ষোভ দেখাতে থাকে৷ পরিস্থিতি বেগেতিক দেখে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে সিপিএম ক্যাডাররা৷ কিন্তু, তারা বিজেপির কর্মীদের ঘেরাওয়ের মধ্যে পড়ে যায় এবং নিরাপত্তাহীন বোধ করে৷ খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশের এসডিপিও, আর কে পুর থানার ওসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা৷ তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়ে শেষে মৃদ্যু লাঠিচার্জ করেছে৷ তার পর বিজেপি কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়৷ গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ কায়েম হয়৷ বিশাল সংখ্যায় নিরাপত্তা বাহিনী সেখানে মোতায়েন করা হয়৷ পুলিশের পদস্থ অফিসাররা পরিস্থিতির দিকে নজর রেখে চলেছেন৷

এদিকে, সিপাহীজলা জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে শাসক দল ও প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দিনের পর দিন প্রবল হয়ে উঠছে৷ প্রচারের প্রায় শেষ লগ্ণে আত্মমর্যাদার লড়াইয়ে সামিল হয়েছে উভয় দল৷ ধনপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরোর সদস্য মানিক সরকারকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক৷ মুখ্যমন্ত্রী প্রচারে এগিয়ে থাকলেও অন্যান্য নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনকে অধিক চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেই ধনপুরের মাটি কামড়ে পড়েছেন মুখ্যমন্ত্রী৷ দলীয় নেতাকর্মীরা অতন্দ্র প্রহরীর মতো প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন৷ এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে৷ কেননা, প্রধান প্রতিপক্ষ বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিককে সাহায্য করতে অসমের একঝাঁক নেতা এলাকায় চষে বেড়াচ্ছেন৷ অতীতের প্রচারের যাবতীয় রেকর্ড ভেঙ্গে মুখ্যমন্ত্রীর প্রতিপক্ষের প্রার্থীর পক্ষে প্রচার চালিয়ে যাচ্ছেন৷ ধনপুর বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার রাতে উভয় দলের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে৷ তাতে বিজেপির তিন কর্মী আহত হয়েছেন৷ তাদের মধ্যে দুজন জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷ ধুনপুর এলাকা পরিদর্শন করে জানা গিয়েছে, শাসক দল বিজেপিকে প্রতিহত করতে যাবতীয় চেষ্টা অব্যাহত রেখেছে৷ এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হলেও মুখ্যমন্ত্রী মানিক সরকারের জয়ের সম্ভাবনা রয়েছে৷ তবে, ভোটের ব্যবধান অনেকটাই কমে যাবার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না৷ ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রাক্তন মন্ত্রী সমর চৌধুরীর পুত্র গৌতম চৌধুরী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচারে সামিল হয়েছেন৷ তিনি বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে বিবেক ভোটের ডাক দিয়েছেন৷ তাতে ভোটে খানিকটা প্রভাব পড়তে পারে৷ শাসক দলের স্থানীয় নেতাদের অভিযোগ বিজেপি কালোটাকা নিয়ে ময়দানে নেমেছে৷ বিভিন্ন কার্যকলাপের মধ্য দিয়ে তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠেছে৷ তা প্রতিহত করতে পার্টি কর্মীরা প্রস্তুত রয়েছেন৷ ভোটপর্ব শেষ না হওয়া পর্যন্ত রাত জেগে পাহাড়া দিতে প্রস্তুত রয়েছেন পার্টি কর্মীরা৷ এদিকে, রাজ্যের অন্যান্য স্থানেও রাজনৈতিক সন্ত্রাসের খবর মিলেছে৷ উত্তর জেলা ও ঊনকোটি জেলার বিভিন্ন স্থান থেকেও সিপিএম ও বিজেপির কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে৷ প্রতিটি এলাকাতেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *