BRAKING NEWS

চড়িলাম বিধানসভা আসনের নির্বাচন ১২ মার্চ, গণনা ১৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারি৷৷ স্থগিত হয়ে যাওয়া ১৯-চড়িলাম(এস টি) বিধানসভা আসনের নির্বাচন আগামী ১২ই মার্চ, ২০১৮ অনুষ্ঠিত হবে৷ ভোট গণনা হবে ১৫ মার্চ, ২০১৮৷ ১৭ মার্চের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করতে হবে৷ আজ সন্ধ্যায় নির্বাচন দপ্তরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি এই সংবাদ জানিয়েছেন৷ তিনি জানান, আগামীকাল অর্থাৎ ১৫ ফেব্রুয়ারী এই নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারী করা হবে৷ মনোনয়ন পত্র জমা নেবার শেষ দিন ২২ ফেব্রুয়ারী, ২০১৮৷ মনোনয়ন পত্র পরীক্ষা করে দেখা হবে ২৩ ফেব্রুয়ারী, ২০১৮৷ মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ২৬ ফেব্রুয়ারী, ২০১৮৷ এ বিষয়ে অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দেবাশিষ মোদক জানান, সিপিআই(এম) প্রার্থীর মৃত্যুতে আসনটিতে নির্বাচন স্থগিত হয়ে যাওয়ায় এখন শুধুমাত্র সিপিআই(এম) প্রর্থীই মনোনয়ন পত্র জমা দিতে পারবেন৷ অন্য রাজনৈতিক দলের প্রার্থীরা ইতিমধ্যে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ থাকায় তাদের ক্ষেত্রে মনোনয়ন পত্র জনা দেবার বিষয়টি থাকবেনা৷ উল্লেখ্য, সিপিআই(এম) প্রার্থী রমেন্দ্র নারায়ণ দেববর্মার মৃত্যুতে এই আসনটির নির্বাচন স্থগিত হয়ে যায়৷

সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক শ্রীরাম তরণীকান্তি জানান, ১৮ ফেব্রুয়ারী অনুষ্ঠেয় রাজ্য বিধানসভার নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেয়া হয়েছে৷ সর্বত্র কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ ভোটারদের নির্ভয়ে ভোট দেবার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান৷ মুখ্য নির্বাচন আধিকারিক জানান, আজ সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত ভোটার সচিত্র স্লিপ হাতে পাননি তারা আগামীকাল সন্ধ্যা ৫ টা পর্যন্ত সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসারের কাছ থেকে এই স্লিপ সংগ্রহ করতে পারবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *