BRAKING NEWS

আগরতলায় ছুরিকাহত ব্যক্তি, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলায় আইজিএম চৌমুহনীতে ছুরিকাহত হলেন এক মাঝবয়সি ব্যক্তি৷ ধারণা করা হচ্ছে, রাজনৈতিক কারণে এই হামলা সংগঠিত করা হয়েছে৷ রাজধানী আগরতলা বর্তমানে সুরক্ষা বাহিনীর বলয়ের মধ্যে৷ এমন কি রাজধানীতে ঢোকার সব কয়টি রাস্তায় যানবাহন চেকিং করা হচ্ছে৷ কিন্তু রাজধানীতে সক্রিয় হয়েছে সমাজবিরোধীরা৷ সোমবার দিনদুপুরে রাজধানীর ব্যস্ততম এলাকা আইজিএম হাসপাতাল সংলগ্ণ স্থানে, মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর সরকারি আবাস থেকে ঢিলছোঁড়া দূরত্বে ছুরিকাহত হলেন এক মাঝবয়সি ব্যক্তি৷ জানা গেছে, এই এলাকয় বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন দীপক সাহা নামের ব্যক্তিটি৷ তখন পেছন থেকে এসে অপর এক যুবক ভোজালি দিয়ে তাঁকে আঘাত করে৷ আচমরা আক্রমণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে দোকান পাঠ বন্ধ করে দেওয়া হয়৷ ঘটনাস্থলের পাশেই পশ্চিম আগরতলা থানা৷ সেখান থেকে দ্রুত পুলিশ কর্মীরা ছুটে আসেন এবং ঘটনাস্থল থেকে মিলন মিয়াঁ নামের অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেন৷ তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে৷ অন্যদিকে আক্রান্ত দীপক সাহার আঘাত গুরুতর বলে জানা গেছে৷ তাঁকে হাসপাতালে ভরর্তি করা হয়েছে৷ পুলিশ জানিয়েছে, এ ঘটনার পেছনে রাজনৈতিক রেষারেষি মূল কারণ৷ অভিযুক্তকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *