/বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থের নির্বাসন ইস্যুতে বিসিসিআইকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থের নির্বাসন ইস্যুতে বিসিসিআইকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বিতর্কিত ক্রিকেটার শ্রীসন্থের নির্বাসন ইস্যুতে বিসিসিআইকে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট৷ সোমবার দেশের শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রীসন্থের ফাইল করা পিটিসনের জবাবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে চার সপ্তাহের মধ্যে চিঠি দিয়ে উত্তর জানাতে হবে৷
এর আগে কেরল হাইকোর্টের আজীবন নির্বাসনের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যান শ্রীসন্থ৷ সোমবার সেই মামলারই শুনানি ছিল৷ ২০১৩ আইপিএল স্পট-ফিক্সিং কাণ্ডে শ্রীসন্থ সহ রাজস্থান রয়্যালসের আরও দুই ক্রিকেটার অজিত চাণ্ডিলা ও অঙ্কিত চহ্বানকে গ্রেফতার করে দিল্লি পুলিশ৷ দোষী সাব্যস্ত হওয়ার পর এই তিন ক্রিকেটারকে আজীবন নির্বাসিত করে বিসিসিআই৷
অতীতে দিল্লির বিশেষ আদালত শ্রীসন্থকে মুক্তি দিলেও বোর্ড রায় তা মানেনি৷ এ নিয়ে কেরল হাইকোর্টে আবেদেন করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন পেসার৷ এরপর আদালত শ্রীসন্থের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার নির্দেশ দেয় বিসিসিআইকে৷
কিন্তু কেরল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পাল্টা আপিল করে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ বিসিসিআইয়ের সেই আবেদনের পর সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করে দক্ষিণী পেসার লিখেছিলেন, ‘বিসিসিআইয়ের কাছে আমি ভিক্ষা চাইছি না, শুধু ক্রিকেট কেরিয়ারটুকু ফিরিয়ে দেওয়ার আবেদন করেছি৷’ এখানে না-থেমে দু’টি বিশ্বকাপ জয়ী দলের ভারতীয় দলের সদস্য জানিয়েছিলেন, ‘বোর্ড কর্তারা তো আর ভগবানের উর্ধ্বে নয়৷ ঈশ্বর সহায় থাকলে ভারতের জার্সিতে ফের খেলার সুযোগ পাব৷ আইনের চোখে নির্দোষ প্রমাণিত হলেও জানি না কেন বোর্ড এখনও আমায় দোষী প্রমাণ করতে ব্যস্ত৷’
বিসিসিআইয়ের আপিলের ভিত্তিতে কেরল হাইকোর্ট শ্রীসন্থের নির্বাসনের সিদ্ধান্তকে বহাল রাখার সিদ্ধান্ত নেয়৷ এতে ক্ষোভ উগড়ে দিয়ে শ্রীসন্থ সেসময় হুমকির সুরে বলেন, ‘বিসিসিআই আমাকে ব্যান করছে, আইসিসি নয়৷ আমি ক্রিকেটে ফিরতে চাই৷ তাই প্রয়োজনে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলতে পারি৷’ পরে এই রায়েকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট যান শ্রীসন্থ৷ অাদালত চার সপ্তাহের মধ্যে বোর্ডকে শ্রীসন্থের পিটিসনের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত৷