BRAKING NEWS

ইন্ডিয়ান ওপেনের ফাইনালে সিন্ধু, মিক্সড ডাবলসে ছিটকে গেলেন রেড্ডি-প্রণব

নয়াদিল্লী, ৪ ফেব্রুয়ারী (হি.স.): শীর্ষ বাছাই এবং প্রাক্তন ইন্ডিয়ান ওপেন চ্যাম্পিয়ন পি ভি সিন্ধু নিজের সেরা ফর্মের স্কিলগত ম্যাজিক দেখিয়ে পৌঁছলেন ফাইনালে | শনিবার বিশ্বের ৩ নম্বর ৱাটচনক ইন্টানোনকে ৪৮ মিনিটের ঘাম ঝরানো লড়াইয়ে পরাস্ত করেন ২১-১৩, ২১-১৫ স্কোরে | ভারতের ১ নম্বরকে গোটা ম্যাচেই কোনো রকম অসুবিধেয় ফেলতে পারেননি থাইল্যান্ডের এই প্লেয়ার |
অপরদিকে মিক্সড ডাবলসে টুর্নামেন্টের অষ্টম বাছাই ভারতীয় জুটি প্রণব জেরি চোপড়া এবং এন সিক্কি রেড্ডি ১৬-২১, ১৯-২১ স্কোরে ক্রিস্টিয়ানসেন এবং ক্রিস্টিনা পেডারসেন এর কাছে পরাজিত হয়ে বিদায় নেন |
সেমিফাইনালে সিন্ধুর ক্রসকোর্ট স্মাশ, গতি, সার্ভ, নেট পয়েন্টের কোনো জবাব ছিল না থাই প্লেয়ার ইন্টাননের | দুজনের সাক্ষাতে ইন্যানোন ২-৪ লড়াইয়ে এগিয়ে থাকলেও শেষ বার সিন্ধুর কাছে পরাজিত হয়েছিলেন হংকং সুপার সিরিজএ | তাই এদিন সিন্ধু ম্যাচের লড়াইয়ে এগিয়ে থেকেই নেমেছিলেন| ম্যাচের শুরুতেই প্রথম সেটে ২-০ স্কোরে ইন্টানোন এগিয়ে গেলেও তারপর থেকে শুধুই সিন্ধু ম্যাজিক সারা ম্যাচে | প্রথম সেট এভাবেই কিছু স্মাশ , ব্যাকহ্যান্ড উইনার মেরে সিন্ধু জিতে নেন | দ্বিতীয় সেট হাড্ডাহাড্ডি লড়াই হলেও ৫-৫ স্কোরের পরে সিন্ধুর একের পর এক লম্বা লাফিয়ে উঠে স্মাশগুলোর কোনও উত্তর পাননি থাই প্লেয়ার | নিজের খেলা এক অন্য উচ্চতায় নিয়ে দ্বিতীয় সেট এবং ম্যাচে জয়লাভ করে ফাইনালে পৌঁছন ভারতীয় প্লেয়ার | এর ফলে ফাইনালে বিশ্বের ১১ নম্বর বেইয়ান জহং এর সাথে খেলতে হবে সিন্ধুকে |
ভারতীয় মিক্সড ডাবলস জুটি চাপের মুখে ‘চোক’ করে গেলেন বলছেন বিশেষজ্ঞরা | চোপড়া-রেড্ডি জুটি ম্যাচে নিজেদের জন্যে অনেক সময় পেয়েছিলেন ফিরে আসার কিন্তু একের পর এক ভুল রিটার্ন এবং নেটে স্মাশ ফেলে ডেনিশ জুটির জন্যে কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন | ম্যাচ শেষ হওয়ার পরে রেড্ডি নিজেদের ভুল স্বীকার করে বলে গেলেন প্রবলভাবে পরের টুর্নামেন্টে ফিরে আসার | নিজেদের কোর্টে বোঝাপড়ার আরো বেশি দরকার বলছেন প্রণবও |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *