BRAKING NEWS

অভিযুক্ত প্রশাসনিক আধিকারীকরা, পরস্পরকে বিধঁছে বিজেপি-সিপিএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ নির্বাচনে প্রশাসনিক আধিকারীকদের সম্পর্কে অভিযোগ জানাতে বিজেপি ও সিপিএমের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে৷ প্রশাসনিক আধিকারীকদের বিরুদ্ধে বিজেপিকে মদত দেওয়ার অভিযোগ এনে প্রায় প্রতিদিন নির্বাচন কমিশনে নালিশ জানাচ্ছে সিপিএম৷ তাতে পিছিয়ে নেই বিজেপিও৷ সিপিএমকে মদত দিচ্ছে বলে একাধিক আধিকারীকের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি৷

রাজ্যের কতিপয় আধিকারীকদের বিরুদ্ধে বিজেপি আরও আগেই শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিল৷ এখন সরাসরি নিজেদের পদাধিকারকে কাজে লাগিয়ে শাসক দলের পক্ষে সিদ্ধান্ত নেওয়া এবংবিরোধীদের উপর দমনপীড়ন চালানোর অভিযোগ করেছে বিজেপি৷ বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব শনিবার সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের ৪৩ নম্বর বুথ অফিসে আগুন ধরিয়ে দেয় শাসক দলের ক্যাডাররা৷ খবর পেয় বিজেপিরে কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সচেষ্ট হন৷ এই বুথ অফিসটি রেল লাইনের খুব কাছে এবং বিদ্যুৎ ট্রান্সফরমারের কাছ মাত্র ৬/৭ মিটার দূরে৷ এই ঘটনার পর ধর্মনগর থানার ভারপ্রাপ্ত আধিকারীক রাখাল মিত্র যে ভূমিকা নিয়েছেন তা ছিল ন্যাক্কারজনক৷ একই ভাবে মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র ধনপুরে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মানিক লাল দাস তাঁর ক্ষমতার অপবব্যবহার করছেন৷ এই আধিকারীক সম্পর্কে শাসক দলের হয়ে কাজ করার বহু অভিযোগ ইতিপূর্বেও ছিল৷ কিন্তু,এখন তিনি সরাসরি সিপিআইএমকে তুষ্ট করার জন্য ময়দানে নেমেছেন৷ বিজেপির সমস্ত প্রচারসজ্জা এলাকা থেকে খুলে নেওয়া হচ্ছে৷ যদিও সিপিএমের প্রচার সজ্জা খোলা হচ্ছে না বলে বিজেপির অভিযোগ৷

অন্যদিকে, সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর রাজ্য মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে  অভিযোগ করেছন বিজেপির প্রচারের ক্ষেত্রে ‘লাল সরকার’ নামে একটি ভিডিও প্রদর্শন করা হচ্ছে৷ এই ভিডিওটিতে যেসব তথ্যচিত্র তুলে ধরা হয়েছে তার সাথে বাস্তবের কোন মিল নেই৷ রাজ্যের সিপিএম সম্পর্কে মিথ্য প্রচার করছে বিজেপি৷ এই বিষয়ে বিজনবাবু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন নির্বাচন কমিশনে৷ অন্যদিকে বিজনবাবু রাজ্যের আইন দপ্তরের উপ সচিব  স্বপন চৌধুরীর বিরুদ্ধেও মুখ্য নির্বাচন আধিকারীকের কাছে নালিশ করেছেন৷ বিজনবাবুর অভিযোগ শ্রীচৌধুরী সোশ্যাল মিডিয়াতে বিজেপির প্রচার করছেন৷ এই ধরনের প্রচার সার্ভিস রুলস এর পরিপন্থী বলে বিজন ধর উল্লেখ করেছেন অভিযোগপত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *