BRAKING NEWS

জঙ্গি দমন অভিযানে আবারও সাফল্য আফগানিস্তানে, খতম ৯ আইএস জঙ্গি

কাবুল, ৩ ফেব্রুয়ারি (হি.স.): জঙ্গি দমন অভিযানে আবারও সাফল্য পেল আফগান নিরাপত্তা বাহিনী| পূর্বাঞ্চলীয় আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীর অভিযানে খতম হল ৯ ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| আফগান মিলিটারির তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘নাঙ্গারহার প্রদেশে হামজা অপারেশন চলছে| অভিযানে এখনও পর্যন্ত খতম হয়েছে ৯ আইএস জঙ্গি| বায়ুসেনার সহযোগিতায় অভিযান চলছে টাঙ্গি মামান্দ এবং ওয়াচ ঝাওয়ারা এলাকায়|’ আফগান মিলিটারির অভিযান প্রসঙ্গে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও বিবৃতি পাওয়া যায়নি|
উল্লেখ্য, কিছুদিন আগে আফগানিস্তানে পৃথক জঙ্গি দমন অভিযানে খতম হয় তিন সন্ত্রাসবাদী| নিহত জঙ্গিরা ইসলামিক স্টেট (আইএস) এবং তালিবান জঙ্গি সংগঠনের সদস্য ছিল| আফগানিস্তানের আচিন জেলায় মার্কিন ড্রোন হামলায় খতম হয় দুই ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি| অন্যদিকে, আফগানিস্তানের লাঘমান প্রদেশে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে খতম হয় এক তালিবান সন্ত্রাসবাদী| প্রসঙ্গত, সম্প্রতি ইসলামিক স্টেট ও তালিবান হামলায় রক্তাক্ত হয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল| কিছুদিন আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালিবান বন্দুকবাজদের হামলায় মৃত্যু হয়েছিল ২২ জনের| তারপর গত ২৪ জানুয়ারি পূর্ব আফগানিস্তানে জালালাবাদ শহরে ‘সেভ দ্য চিলড্রেন’ স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে হামলা চালায় ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা| ‘সেভ দ্য চিলড্রেন’ স্বেচ্ছাসেবী সংস্থার অফিসে আইএস হামলায় মৃত্যু হয়েছিল ৬ জনের| এরপর গত ২৭ জানুয়ারি কাবুলের চিকেন স্ট্রিটে বিস্ফোরক বোঝাই অ্যম্বুল্যান্স বিস্ফোরণে মৃত্যু হয় অন্তত ১০৩ জনের| আহতের সংখ্যা শতাধিক| হামলার দায় স্বীকার করেছিল তালিবান জঙ্গি সংগঠন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *