BRAKING NEWS

দেশে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.): দেশে পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার হচ্ছেন ওম প্রকাশ রাওয়াত। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার অচল কুমার জ্যোতির স্থলাভিষিক্ত হচ্ছেন তিনি। শনিবার কেন্দ্রীয় আইনমন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে আগামী মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বভার গ্রহণ করবেন ওম প্রকাশ রাওয়াত।
১৯৭৭ ব্যাচের মধ্যপ্রদেশের এই আইএএস ক্যাডারের জন্ম ২ রা ডিসেম্বর ১৯৫৩-তে। সুদীর্ঘ প্রায় তিন দশকের লম্বা কর্মজীবনে কেন্দ্র এবং রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে থেকে দায়িত্বভার সামলেছেন এই দুঁদে আইএএস আধিকারিক। ২০০৪ থেকে ২০০৬ পর্যন্ত মধ্যপ্রদেশ সরকারের প্রিন্সিপ্যাল সেক্রেটারি ছিলেন। এছাড়াও কেন্দ্রের প্রতিরক্ষা এবং ভারী শিল্প দফতরের দায়িত্ব সামলেছেন তিনি। মঙ্গলবার মুখ্য নির্বাচন আধিকারিকের পদের জন্য শপথগ্রহণ করবেন তিনি। ২০১৫ সাল থেকেই নির্বাচন কমিশনের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের দেশে আটটি রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। ২০১৯ সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে জাতীয় রাজনীতির একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দেশের মুখ্য নির্বাচন কমিশনারে পদে বসতে চলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *