BRAKING NEWS

রাজ্যের আইন শৃঙ্খলা সহ নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করে দিল্লী ফিরে গেলেন জৈন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি৷৷ আসন্ন বিধানসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি, আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং অন্যান্য বিষয়গুলি পর্যালোচনা করে দিল্লি ফিরে গেছেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ শনিবার তিনি মহাকরণে মুখ্যসচিব এবং পুলিশের মহানির্দেশকের সাথে বৈঠক করেছেন৷ এই বৈঠকে আইজি আইন শৃঙ্খলা, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং সিআরপিএফ ও বিএসএফ এর পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন৷

অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক তাপস রায় জানিয়েছেন, এদিনের বৈঠকে প্রধানত আদর্শ আচরণ বিধি কড়াভাবে পালনের বিষয়টি সুনিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ তাছাড়া, নির্বাচনে প্রয়োজনীয় সমস্ত খুঁটি নাটি বিষয়গুলিও সময়ের মধ্যে প্রস্তুত করার জন্যও বলা হয়েছে৷ ডেপুটি নির্বাচন কমিশনার সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে রেম্প, বিদ্যুৎ, পানীয়জল, শৌচালয় ইত্যাদি বন্দোবস্ত রাখার নির্দেশ দিয়েছেন৷ রাজ্য সফরে এসে নির্বাচন সংক্রান্ত সমস্ত বিষয় খতিয়ে দেখে ডেপুটি নির্বাচন কমিশনার সন্তুষ্ট নাকি অসন্তোষ্ট তা এদিনের বৈঠকে বোঝা যায়নি বলে জানিয়েছেন শ্রী রায়৷

এদিকে পশ্চিম জেলার জেলা শাসক তথা রিটার্নিং অফিসার ড মিলিন্দ রামটেকে এদিন জানিয়েছেন, আগামী ২৪ জানুয়ারী রাজ্যে এক্সপেন্ডিচার অবজারভার আসছেন৷ পাশাপাশি দফায় দফায় কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীও আসছে৷ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক দেবাশিষ মোদক জানিয়েছেন, বিজেপি, সিপিআইএম, সিপিআই এবং কংগ্রেস ডেপুটি নির্বাচন কমিশনারের সাথে আজ দেখা করেছে৷ রাজনৈতিক দলগুলির প্রতিনিধিরা তাদের দলের তরফে বক্তব্য ডেপুটি নির্বাচন কমিশনারের কাছে রেখেছেন৷ ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন আজ বিকেলে দিল্লি ফিরে গেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *