BRAKING NEWS

‘কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁকে ছোঁয়া যাবে না, জানাল দিল্লি হাইকোর্ট

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি.স.) : কোনও মহিলার সম্মতি ছাড়া তাঁকে ছোঁয়া যাবে না বলে জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷ ক্রমাগত “বিকৃতমনস্ক ও ব্যভিচারি” পুরুষের শিকার হচ্ছে মহিলারা৷ সেই কারণেই এই নতুন নির্দেশ জারি করেছে আদালত৷
জানা গিয়েছে, নয় বছরের এক নাবালিকাকে শ্লীলতাহানির মামলা চলছিল দিল্লি হাইকোর্টে৷ দোষী ছবি রামকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দেয় আদালত৷ অতিরিক্ত নগর ও দায়রা বিচারক সীমা মাইনি এই রায় দেন৷ দিল্লির মুখার্জি নগরে ২০১৪ সালে ছবি রাম নয় বছরের এক নাবালিকার শ্লীলতাহানি করেল৷
আদালত রামকে “বিকৃতকাম” পুরুষ বলে জানিয়েছে৷ কারাবাসের সঙ্গে তার ১০ হাজার টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে আদালত৷ এর মধ্যে ৫ হাজার টাকা ওই নাবালিকাকে দেওয়া হবে৷ এছাড়া ওই নাবালিকাকে দেওয়ার জন্য দিল্লি স্টেট লিগাল সার্ভিস অথারিটিকে ৫০ হাজার টাকা দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত৷ এই মামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে দিল্লি হাইকোর্ট৷
আদালত জানিয়েছে, “মহিলাদের শরীর তাদের নিজস্ব৷ এর উপর শুধু তার অধিকার রয়েছে৷ বাকিদের সেখানে অনুমতি নেই৷ ওই মহিলার অনুমতি ছাড়া কেউ তার শরীর স্পর্শ করতে পারে না৷ তা সে যে কোনও কারণেই হোক না কেন৷” আদালত এও বলেছে, “মহিলাদের গোপনীয়তা কখনও কোনও পুরুষ উন্মোচন করতে পারে না৷ নিজেদের লালসা চরিতার্থ করার জন্য অসহায় মহিলাদের শ্লীলতাহানি করার কথা যেন না ভাবে৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *