BRAKING NEWS

ডোপ নীতি লঙ্ঘন করায় সাসপেন্ড ইউসুফ পাঠান

মুম্বাই, ৯ জানুয়ারি (হি.স.): ডোপ নীতি লঙ্ঘন করায় ইউসুফ পাঠানকে সাসপেন্ড করা হলেও আইপিএল-এ খেলতে তার কোনও সমস্যা হবে না| ইউসুফ পাঠানকে নিয়ে বিসিসিআইয়ের সম্প্রতিক সিদ্ধান্তে এমনটাই মনে করা হচ্ছে| ইউসুফ নিজে অবশ্য নিজে ঘনিষ্ট মহলে জানিয়েছেন, ডাক্তারের পরামর্শে অনুযায়ী তিনি ওই ওষুধ ব্যবহার করেছিলেন| তিনি জানতেন না যে ওই ওষুধে মাদক জাতীয় কিছু থাকতে পারে| এই ব্যাপারে তার আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে জানিয়েছেন এই ক্রিকেট তারকা|
গত বছর ১৬ মার্চ দিল্লিতে বিসিসিআইয়ের ডোপ পরীক্ষায় ইউসুফের মূত্রের নমুনা নেওয়া হয়। আর সেই পরীক্ষাতেই ধরা পরে পঠানের শরীরে টার্বুটালিন রয়েছে। বিসিসিআইয়ের প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছিল পাঠানের শরীরের এমন কিছু নিষিদ্ধ উপাদান মিলেছে যা সচরাচর কফ সিরাপে দেখা যায়| তবে এই সাসপেনশনের পরও তার আইপিএল খেলতে কোনও অসুবিধা হবে না| ২০১৭ সালের ২৭ অক্টোবর বিসিসিআই-এর তরফে চিঠি পান পঠান। সেই বছরই ১৫ অগস্ট থেকে তাঁর নির্বাসন ধরা হচ্ছে। যে কারণে জানুয়ারিতেই মুক্ত হয়ে যাবেন তিনি। আইপিএলের নিলামেও দেখা যাবে তাকে|
এই বিষয় সরকারি বিবৃতিতে বিসিসিআইয়ের কার্যকরী সম্পাদক অমিতাভ চৌধুরী বলেন, “ওর পাঠানো নমুনায় টার্বুটালিন পাওয়া, ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি(ওয়াডা)র দেওয়া তালিকায় যা নিষিদ্ধ।” উল্লেখ্য, বিগত মরশুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন বরোদার এই অলরাউন্ডার। এবার অবশ্য তাঁকে ছেড়ে দিয়েছে কেকেআর। যদিও রাজস্থান রয়্যালসের হয়েই আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন এই ডান হাতি ‘হার্ড হিটার’। ভারতের হয়ে ইউসুফ পাঠান খেলেছেন ৭৯ টি ম্যাচ। যার মধ্যে ২০১১ সালের বিশ্বকাপ এবং ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলেও ছিলেন ইউসুফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *