BRAKING NEWS

জেরুজালেম ইস্যুতে মার্কিন পণ্য বর্জনের ডাক ইন্দোনেশিয়ার

জাকার্তা, ১৮ ডিসেম্বর (হি.স.) : জেরুজালেম শহরকে ইজরায়েলের রাজধানী ঘোষণা করায় আমেরিকার বিরুদ্ধে পথে নামল ইন্দোনেশিয়ার মানুষ। সমগ্র দেশবাসীর কাছে মার্কিন পণ্য বর্জনের ডাক দিল বিক্ষোভকারীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জাকার্তায় শুরু হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বিরোধী বিক্ষোভ। ধীরে ধীরে এই বিক্ষোভের মাত্রা অনেকগুণ বৃদ্ধি পায়। পুলিশের হিসেবে এই দিন প্রায় ৮০ হাজার বিক্ষোভকারী হাজির ছিলেন জাকার্তার পথে। চলতি মাসের ছয় তারিখে জেরুজালেমকে ইজরায়েলের রাজধানী হিসেবে যুক্তরাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথাও জানান তিনি। এই নিয়ে বিশ্বজুড়ে তুমুল নিন্দা ও প্রতিবাদ জারি রয়েছে। ট্রাম্পের ঘোষণার পর থেকে পশ্চিম তীর, জেরুজালেমসহ বিশ্বজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। সেই বিক্ষোভের ধারাবাহিকতায় রবিবার ইন্দোনেশিয়ায় চতুর্থদিনের মতো বিক্ষোভ আয়োজিত হয়। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রধান মসজিদ থেকে মিছিল নিয়ে মার্কিন দূতাবাসের সামনে একটি স্কয়ারে জড়ো হন। পবিত্র বায়তুল মুকাদ্দাস বিষয়ে নেওয়া বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে আসতে বিক্ষোভকারীরা ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *