আইজিএম হাসপাতালে অক্সিজেনের অভাব, সমস্যায় রয়েছেন রোগীরা, ক্ষুব্ধ পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ ভূল চিকিৎসা, কর্তব্য গাফিলতি, চিকিৎসকদের খারাপ ব্যবহার সরকারী হাসপাতালগুলিতে নতুন কোন ঘটনা নয়৷ রাজ্যের অন্যতম রেফারেল হাসপাতাল আই জি এম হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে৷ হাসপাতাল সূত্র থেকে জানা গিয়েছে সংকটাপন্ন রোগীদের আই সি ওতে অক্সিজেন সিলিন্ডার প্রদানে সমস্যা সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য কর্মীদের৷ আই জি এম হাসপাতাল থেকে রেফার করা রোগীদের জন্য অ্যাম্বুলেন্স দেয়া হলেও অক্সিজেন সিলিন্ডার নেই৷ ভোক্তভোগীরা হাসপাতাল চত্বরে প্লে কার্ড নিয়ে বিক্ষোভ করলেও কোন হেলদোল নেই স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের৷ জানা গিয়েছে, জেনেরিক কাউন্টারগুলিতে ঔষুধ স্বল্পতা ও রয়েছে৷ হাসপাতালে পর্যাপ্ত পরিমান অক্সিজেন মজুতের জন্য সিলিন্ডার পর্যন্ত নেই৷ স্বাস্থ্য খাতে কোটি কোটি টাকা বরাদ্দ করা হলেও নতুন অক্সিজেন সিলিন্ডার ক্রয় করার কোন উদ্যোগ নেই দপ্তরের৷ শ্বাসকষ্টজনিত রোগী কিংবা অপারেশনের পর অক্সিজেন দরকার পরলেও অক্সিজেন পেতে কষ্ট হচ্ছে৷ রোগীদের সংখ্যা বৃদ্ধি পেতেই জি বি রেফার করা হচ্ছে৷ অজ্ঞাতকারণে স্পর্শকাতর এই বিষয়টি চেপে রাখছে হাসপাতাল সুপার৷ সূত্রে খবর, হাসপাতালে অক্সিজেন সিলিন্ডারের জন্য বরাদ্দকৃত অর্থ তছরূপ করে নেওয়ায় বিষয়টি চাপানোর জোরদার প্রচেষ্টা শুরু হয়েছে৷ সরকারী হাসপাতালে অক্সিজেন স্বল্পতা খুব সহজে মেনে নিতে পারছেনা রোগীদের আত্মীয় পরিজনরা৷ বিশাল পাকা বাড়িতে অক্সিজেনের অভাবে জীবনের ঝুকি বাড়ছে রোগীদের৷ স্বাস্থ্য দপ্তরের নীরবতায় ক্ষোভ বাড়ছে জনমনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *