তহশিলদারের বাড়িতে ছয়টি তাজা বোমা উদ্ধার বিলোনীয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে জনসাধারণের নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্ণ চিহ্ণের মুখে৷ শান্তিরবাজার মহকুমার ঢিলছোড়া দূরত্বে বাইখোড়া এলাকার চরকবাই মগপাড়ায় বোমা উদ্ধার৷ রবিবার স্থানীয় বাসিন্দা প্রিয়লাল দাসের বাড়ির বাথরুমের ছাদ থেকে বোমার প্যাকেট উদ্ধার করা হয়৷ প্লাস্টিক ব্যাগে বাজির মতো ছোট বোমা দেখতে পেয়ে প্রিয়লাল দাস খবর দেন পুলিশকে৷ শান্তিরবাজার থানার পুলিশ ও বোম স্কোয়াডের কর্মীরা বোমা উদ্ধার করে নিয়ে যায়৷ শান্তিরবাজার থানার ওসি জানিয়েছেন উদ্ধার কৃত বোমাগুলি, দেশি বোমা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বোম স্কোয়াডের কর্মীরা এগুলি নষ্ট করে ফেলেছেন৷ পুলিশ গৃহস্বামীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন৷ এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা সংগঠিত করতে বোমা মজুত রাখা হয়েছিল কিনা সন্দীহান পুলিশ৷ বাড়ির বাথরুমের ছাদ থেকে বোমা উদ্ধারের খবরে চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকায়৷
এদিকে, বোমা উদ্ধারের ঘটনার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিজেপি রাজ্য কমিটি৷ দলের মুখপাত্র ডাঃ অশোক সিনহা এক প্রেস বিবৃতিতে জানিয়েছেন, রাজ্যের আইনশৃঙ্খলার প্রশ্ণে আমরা রাজ্যপালের কাছে গিয়েছিলাম৷ আমরা জানি মানিক বাবু সরকারে থাকলে রাজ্যের মানুষ বিপদগ্রস্ত হবেন৷ সাংসদ ঝর্ণা বৈদ্য থেকে সাংবাদিক শান্তনু, সুদীপ থেকে শুরু করে, বারবার বিজেপি কার্যকর্তাদের খুন, গতকাল সুনীল দেবের নৃশংস হত্যা, তা সবাই জানেন৷
কিন্তু আজকের ঘটনা এক অশনি সঙ্কেত৷ সরকারী অফিসারের বাড়িতে বোমা পাওয়া গেলো আজ৷ মাইছড়ার তহশীলদার বাদল দাসের বাড়িতে ছয়টি তাজা বোমা পাওয়া গেছে৷ নির্বাচনের আগে কিছু সরকারী অফিসারেরাও এখন সিপিএমের হয়ে খুন খারাপির কাজে নেমে পড়েছেন৷ রক্ষক এখন পরিস্কার ভাবেই ভক্ষক৷ আরও ভয়ংকর, থানার ওসি, আলমগীর হুসেইন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দিচ্ছেন৷ কোনও গ্রেপ্তার নেই৷ একটি বাড়িতে পাওয়া গেছে, হাজার বাড়ির খবর আমরা জানি না৷ সিপিএম যেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে৷ প্রতিটি ঘটনা আমাদের বক্তব্যকে পুষ্ট করছে, সিপিএম নির্বাচনের আগে হিংসা ছড়াবে৷ আমরা এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিচ্ছি৷ রাজ্যের মুখ্য সচিব এবং দিল্লীতে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্রমন্ত্রকে আমরা আমাদের উদ্বেগ জানাব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *