BRAKING NEWS

সিপিএমের পোস্টারে কিমের ছবি ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা

তিরুবনন্তপুরম, ১৭ ডিসেম্বর (হি.স.) : সিপিএমের পোস্টারে উত্তর কোরিয়ার স্বৈরাচারী শাসক কিম জং উনের ছবি ঘিরে তুঙ্গে উঠল রাজনৈতিক তরজা। কেরল সিপিএমের একটি রাজনৈতিক পোস্টারে উত্তর কোরিয়ার সর্বাধিনায়কের ছবি ঘিরে উঠেছে বিতর্ক। এই বিষয়ে সোশ্যাল মিডিয়া ট্যুইটারে বিজেপি নেতা সম্ভিত পাত্র বলেন, ‘কেরলে সিপিএমের পোস্টার কিম জং উনের ছবি দেখে অবাক হওয়ার কিছু নেই। পুরো কেরলকে তারা বিরোধীদের হত্যার ময়দানে পরিণত করেছেন। আশা করব তারা আরএসএস ও বিজেপি দফতরে ক্ষেণাস্ত্র নিক্ষেপ করার মতো কোনও ভয়ঙ্কর কর্মসূচি গ্রহণ করবে না।’
উল্লেখ্য, চলতি বছরে একাধিক বিজেপি ও আরএসএস কর্মী রাজনৈতিক হিংসার বলি হয়েছেন কেরলে। রাজ্যে দলীয় কর্মীদের উপর হামলার নিন্দার করেছেন বিজেপির একাধিক শীর্ষস্থানীয় নেতা। চলতি বছরের কেরলে রাজনৈতিক হিংসার প্রতিবাদে সারা দেশজুড়ে জনরক্ষার যাত্রার সূচনা করে বিজেপি। সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপি সভাপতি অমিত শাহ, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ৩ অক্টোবর এই যাত্রার সূচনা করেন অমিত শাহ। টানা ১৫ দিন ধরে এই কর্মসূচি চলে। এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী স্মৃতি ইরানি, গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর।১৩ জন বিজেপি ও আরএসএস কর্মীর হত্যাকান্ডের যাবতীয় নৈতিক দায় কেরলের বর্তমান মুখ্যমন্ত্রী পিনারায়ি বিজয়নের উপর চাপিয়েছিলেন অমিত শাহ। রাজ্যের ১১ টি জেলায় এই পদযাত্রা করেছিল বিজেপি।
অন্যদিকে, সূত্রের দাবি উত্তর কোরিয়ার কিম জং উন হচ্ছেন নিজে একজন বামপন্থী ও স্বৈরাচারী নেতা। তাই নিজেদের রাজনৈতিক পোস্টারে তার ছবি দিয়েছে সিপিএম। আর তাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কারণ কিম যেমন নিজের দেশে বিরোধী শূন্য করেছেন। ঠিক তেমনি ভাবে কেরলে দমন পীড়ন চালিয়ে বিরোধী শূন্য করতে চাইছে সিপিএম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *