BRAKING NEWS

রাজীব, ইন্দিরা গান্ধীর রেখে যাওয়া কাজ শেষ করার চেষ্টা করেছিলাম এই মুহুর্তে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কংগ্রেস, জানালেন সোনিয়া

কংগ্রেসে নতুন যুগের সূচনা, সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর(হিঃসঃ)৷৷ কংগ্রেসে সূচনা হল নতুন যুগের৷ অবশেষে কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সোনিয়া গান্ধী তনয়

শনিবার নয়াদিল্লীতে আইসিসির প্রধান কার্য্যালয়ে রাহুল গান্ধীর সভাপতি পদে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী৷ ছবি-এআইসিসি

রাহুল গান্ধী৷ একই সঙ্গে অবসান হল সোনিয়া গান্ধী যুগের৷ শনিবার নয়াদিল্লির ২৪, আকবর রোর্ডে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদর দফতরে রাহুল গান্ধীর হাতে তুলে দেওয়া হয় জয়ের শংসাপত্র৷ সেই সময় উপস্থিত ছিলেন রাহুল গান্ধীর মা তথা বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, রাহুলের বোন প্রিয়াঙ্কা ও প্রিয়াঙ্কার স্বামী রবার্ট ভডরা সহ শীর্ষ কংগ্রেস নেতৃত্ব৷ প্রসঙ্গত, ২০১৩ সালে কংগ্রেস সব -সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন রাহুল গান্ধী৷ এবার কংগ্রেস সভাপতি হিসেবে পদোন্নতি হল ৪৭ বছরের রাহুলের৷ অন্যদিকে, প্রায় দু’দশক ধরে কংগ্রেস সভানেত্রীর পদ সামলে বিদায় নিলেন সোনিয়া গান্ধী৷ গংগ্রেস পার্টির ইতিহাসে এটি একটি রেকর্ড৷ কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর মা তথা বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী৷ রাজীব জায়া সোনিয়া এদিন বলেছেন, নতুন নেতৃত্ব কংগ্রেস এগিয়ে যাবে৷ এই মুহুর্তে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে কংগ্রেস৷ রাজীব, ইন্দিরা গান্ধীর রেখে যাওয়া কাজ শেষ করার চেষ্টা করেছিলাম৷ কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ মনমোহন বলেছেন, রাহুলের নেতৃত্বে কংগ্রেস আরও নতুন উচ্চতায় যাবে৷ এরপরই বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর ঢালাও প্রশংসা করে মনমোহন সিং বলেছেন, কংগ্রেসের সদস্য হিসেবে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি৷ সোনিয়া গান্ধীর পথপ্রদর্শনে ১০ বছরের জন্য ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি৷ ইউপিএ সরকার ক্ষমতায় থাকাকালীন কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন সোনিয়া জী৷ কংগ্রেস সভাপতি হিসেবে রাহুল গান্ধীর অভিষেককে ঘিরে শনিবার সকাল থেকেই সেজে উঠেছিল নয়াদিল্লির ২৪, আকবর রোর্ডে অবস্থিত সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদর দফতর৷ ছিলেন লোকশিল্পীরা চলে মিষ্টি বিতরণ৷ ঘড়ির কাঁটায় সকাল তখন ১০,৫৭ মিনিট হবে, বিদায়ী কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী এবং ভাবী কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী সর্ব ভারতীয় কংগ্রেস কমিটি(এআইসিসি)-র সদর দফতরে এসে পৌঁছন৷ অনুষ্ঠান শুরু হওয়ার কিছুক্ষণ পর ১১০৬ মিনিট নাগাদ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাহুল গান্ধী৷ বন্দেমাতারম ধবনির মধ্যে দিয়ে রাহুলের হাতে তুলে দেওয়া হয় জয়ের শংসাপত্র৷ ১৩২ বছরের পুরনো কংগ্রেস দলকে দীর্ঘ ১৯ বছর নেতৃত্ব দিয়ে অবশেষে সরে দাঁড়ালেন সোনিয়া গান্ধী৷ তাঁর ব্যাটন হাতে তুলে নিলেন রাহুল৷ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর রাহুল বলেছেন, দেশের মানুষের ভালোবাসায় রাজনীতিতে আসি৷ কংগ্রেস সভাপতি হিসেবে তাঁর প্রথম দিনে বিজেপির বিরুদ্ধেও আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী৷ বিজেপি গোটা দেশে হিংসার আগুন জ্বালিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি৷ কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে রাহুল গান্ধী আরও বলেছেন, কংগ্রেসই ভারতকে ২১ শতকে নিয়ে এসেছে৷ কিন্তু, বর্তমান প্রধানমন্ত্রী ভারতকে আবার মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন৷ চলতি মাসের ১১ তারিখ সর্বসম্মতিক্রমে কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন রাহুল গান্ধী৷ কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর বিরুদ্ধে কেউই মনোনয়ন জমা দেননি৷ গুজরাট বিধানসভা নির্বাচনের পরই শনিবার কংগ্রেস সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রাহুল গান্ধী৷ একই সঙ্গে অবসান হল সোনিয়া গান্ধী যুগের৷ উল্লেখ্য, দীর্ঘ ১৯ বছর ধরে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন ৭১ বছর বয়সি সোনিয়া গান্ধী৷ এবার সেই দায়িত্ব সামলাবেন সোনিয়া পুত্র রাহুল গান্ধী৷ প্রসঙ্গত, ১৯৯৭ সালে ক্যালকাটা প্লেনারি স্টেশনে প্রাথমিক সদস্য হিসেবে কংগ্রেসে যোগদান করেন সোনিয়া গান্ধী৷ তিনি কংগ্রেস সভানেত্রী নির্বাচিত হন ১৯৮ সালে৷ সেই থেকে কংগ্রেস সভানেত্রী হিসেবে দায়িত্ব সামলেছেন রাজীব গান্ধী জায়া সোনিয়া গান্ধী৷ কংগ্রেস সূত্রের খবর, ১০০ দিনের কাজ, তথ্যের অধিকার, শিক্ষার অধিকার, খাদ্য সুরক্ষা, জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের মতো আইন প্রণয়নের ক্ষেত্রে ইউপিএ চেয়ারপার্সন হিসেবে সোনিয়া গান্ধীর ভূমিকা আজও স্মরণীয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *