BRAKING NEWS

পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবোঝাই বাস, আহত কমপক্ষে ২০

পাঁশকুড়া (পূর্ব মেদিনীপুর), ১৫ ডিসেম্বর (হি.স.): পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল যাত্রীবোঝাই বাস| দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন বাস যাত্রী| আহতদের স্থানীয় নার্সিংহোম এবং পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| পাঁশকুড়া থানার ওসি অজি ঝা জানিয়েছেন, শুক্রবার বেলার এই দুর্ঘটনার জেরে পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে সাময়িক যানজট হয়েছিল| পরে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘড়ির কাঁটায় বেলা তখন ১১টা হবে| পাঁশকুড়া অভিমুখে যাচ্ছিল একটি লরি| সেই সময় হঠাত্ই রাস্তায় চলে আসেন একজন সাইকেল আরোহী| সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে ব্রেক কষেন লরির চালক| তখন পিছনেই আসছিল ঘাটাল-পাঁশকুড়া রুটের একটি যাত্রীবোঝাই বাস| লরির চালক ব্রেক কষলে বাসটি লরির পিছনে ধাক্কা মারে| দুর্ঘটনার জেরে বাসের সামনের অংশের কাঁচ সম্পূর্ণ ভেঙে গিয়েছে| কমবেশি আহত হয়েছেন অন্তত ২০ জন বাস যাত্রী| স্থানীয় বাসিন্দাদের তত্পরতায় আহতদের স্থানীয় নার্সিংহোম এবং পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে| পাঁশকুড়া থানার ওসি অজি ঝা জানিয়েছেন, দুর্ঘটনার জেরে পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল| দুর্ঘটনাগ্রস্ত বাস ও লরিটিকে রাস্তা থেকে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *