BRAKING NEWS

আগামী মরশুম থেকে ভারতীয় ক্রিকেটারদের বেতন ১০০ শতাংশ বাড়তে পারে

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.) : দেশের মধ্যে ও আন্তর্জাতিক স্তরের ভারতীয় ক্রিকেটারদের পারিশ্রমিক আগামী মরশুম থেকে দ্বিগুণ হতে পারে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সদস্যরা বিসিসিআইকে বর্তমান বেতন পরিকাঠামো ভেঙে সাজানোর জন্যে এমন এক ফর্মুলা দিতে চলেছে, যার ফলে আরও দুশো কোটি বাড়তি যোগ হবে বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোলের বর্তমান বেতন পরিকাঠামোর ওপর। ওই কমিটির প্রস্তাবে যদি সায় দেয় বিসিসিআই, তাহলে বর্তমানে যে ১৮০ কোটি টাকা ধার্য রয়েছে পারিশ্রমিক বাবদ, সেটা বেড়ে ৩৮০ কোটি হয়ে যাবে। এবার পারিশ্রমিকে যে বাড়তি যোগ হবে, সেটা সমানভাগে ভাগ করে দেওয়া হবে সিনিয়র ও জুনিয়র টিমের মধ্যে।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগেই খেলোয়াডদের পারিশ্রমিক বৃদ্ধির প্রস্তাব পেশ করেন ভারতীয় দলের অধিনায়ক কোহলি এবং দলের কোচ রবি শাস্ত্রী। বর্তমানে বিসিসিআইয়ের বার্ষিক আয়ের ২৬ শতাংশের মধ্যে ১৩ শতাংশ আন্তর্জাতিক স্তরের ক্রিকেটারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়, ১০.৬ শতাংশ দেওয়া হয় যাঁরা দেশের মধ্যে খেলেন, ২.৪ শতাংশ ভাগ করে দেওয়া হয় মহিলা ক্রিকেটার ও জুনিয়র ক্রিকেটারদের মধ্যে। কিন্তু যদি কমিটির প্রস্তাব কার্যকর হয়, তাহলে বিরাট কোহলির মতো একজন সিনিয়র খেলোয়াড় ৫.৫১ কোটির বদলে বেতন বাবদ ১০ কোটি পাবেন। এদিকে দেশের মধ্যে রঞ্জি খেলা একজন সিনিয়র ক্রিকেটার বর্তমানের ১২ থেকে ১৫ লক্ষের বদলে, নতুন প্রস্তাব কার্যকর হলে ৩০ লক্ষ টাকা বেতন পাবেন। সূত্রের খবর, বেতন বৃদ্ধির প্রস্তাব নিয়ে সোমবার বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় একটি প্রস্তাব পেশ করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *