BRAKING NEWS

হিমাচলপ্রদেশ-এ বুথ ফেরত সমীক্ষায় ৪৭ থেকে ৫৫টি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি

সিমলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের বিধানসভার ৬০ আসনের বুথ ফেরত সমীক্ষা অনুসারে রাজ্য পরিবর্তন হতে চলেছে। কংগ্রেসকে বিপর্যস্ত করে ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। সমীক্ষা অনুসারে, হিমাচলে বিজেপি ৪৭ থেকে ৫৫টি আসন পেতে পারে | ১৩ থেকে ২৪ টি আসনে জয়ের সম্ভাবনা কংগ্রেসের |
সমীক্ষা অনুসারে, হিমাচলে বিজেপি ৪৫ ও কংগ্রেস ৪২ শতাংশ ভোট পেতে পারে। বিজেপি পেতে পারে ৩৮, কংগ্রেস ২৯
হিমাচল প্রদেশে গত ৯ ডিসেম্বর এক দফাতেই ৬৮টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। ওইদিন বিকাল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৭৪ শতাংশ। সেখানে লড়াই কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী প্রেমকুমার ধুমলের। বীরভদ্রের সামনে ক্ষমতা ধরে রাখার কঠিন লড়াই এবার। সমীক্ষা অনুসারে, হিমাচলে বিজেপি ৪৭ থেকে ৫৫টি অসণ পেতে পারে | ১৩ থেকে ২৪ টি আসনে জয়ের সম্ভাবনা কংগ্রেসের এবং অন্যান্য ১ টি আসন পেতে পারে |
বর্তমান বিধানসভায় কংগ্রেসের শক্তি ৩৫, বিজেপির ২৮। চার জন নির্দল বিধায়ক রয়েছেন। একটি আসন শূন্য। এবার ভোটে ১৮০ জনের বেশি নির্দল প্রতিদ্বন্দিতা করছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *