BRAKING NEWS

সাইক্লোন বিধ্বস্ত কেরলে গেলেন রাহুল গান্ধী

তিরুবনন্তপুরম, ১৪ ডিসেম্বর (হি.স.) : গুজরাট নির্বাচন শেষ কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপিকে টেক্কা দিতে ও জনসংযোগ বাড়াতে এবার কেরলে সাইক্লোন অক্ষি বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন রাহুল গান্ধী। এই সাইক্লোনে ৬৬ জন মৎস্যজীবী প্রাণ হারিয়েছে এবং ৯৫ জন মৎস্যজীবী এখনও নিখোঁজ। রাহুল গান্ধী মনে করেন ভাল সতর্কীকরণ ব্যবস্থার অভাব না থাকলে বহু প্রাণ বাঁচানো যেত। এই বিষয়ে তিনি কেন্দ্র এবং রাজ্য সরকারের সমালোচনায় মুখর হন তিনি । বলেন, ‘যখন কোন বিপর্যয় ঘটে, তখন এর থেকে শিক্ষা নিয়ে আগামীদিনে এই রকম বিপর্যয় এড়ানো উচিত। যেসব মৎস্যজীবীরা সমুদ্রে যায় তাঁদের জন্য আরও ভাল সতর্কীকরণ ব্যবস্থা হওয়া উচিত।’
এদিন তিনি কেরলের সাইক্লোন বিধ্বস্ত পুনথুরা এলাকা পরিদর্শন করেন রাহুল । বিজেপির সমালোচনায় মুখর হয়ে তিনি বলেন, ‘মৎস্যজীবীদের যা অবস্থা ঠিক সেই রকম অবস্থা দেশের কৃষকদের। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তারা।’ মৎস্যজীবীদের দুরবস্থা দূর করার জন্য কেন্দ্রের একটা পৃথক মন্ত্রক দাবি করেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘কৃষকদের স্বার্থের জন্য কৃষি মন্ত্রক আছে। এবার সময় এসেছে মৎস্যজীবীদের স্বার্থ এবং নিরাপত্তার জন্য পৃথক মন্ত্রক কেন্দ্রে গঠন করা। সাইক্লোন বিধ্বস্ত পরিবারগুলির কাছে ক্ষমা চেয়ে রাহুল গান্ধী বলেন, ‘আমি আরও আগেই আসতাম কিন্তু গুজরাট বিধানসভা নির্বাচন সংক্রান্ত ব্যস্ততা থাকার জন্য তিনি আসতে পারেননি। আর সেটার জন্য তিনি ক্ষমা চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *