BRAKING NEWS

সরকারি মঞ্চ থেকে বিজেপিতে না যাওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

বাঁকুড়া, ১৪ ডিসেম্বর (হি.স.) : নজিরবিহীনভাবে সরকারি মঞ্চকে ব্যবহার করে বিজেপিতে ‘না-যাওয়ার’ আহ্বান জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বুধবারই খাতড়া মহকুমার ইন্দপুরে সরকারি জনসভা করার পর হেলিপ্যাডের ‘গেরো’য় বৃহস্পতিবার ফের সংশ্লিষ্ট মহকুমার দেদুনিয়াতে সরকারি জনসভায় যোগ দেন মুখ্যমন্ত্রী৷ নিজের ২৭ মিনিটের ভাষণে তাঁর আমলে রাজ্যের উন্নয়নের জোয়ারের খতিয়ান দেওয়ার পাশাপাশি তীব্র তুলোধনা করেন বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারকে৷ শুধু তাই নয়, জনতার উদ্দেশ্যে সরকারি মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর কাতর আর্জি শোনা যায়, ‘‘কাউকে প্রশ্রয় দেবেন না৷ রাজ্যে নতুন একটা রাজনৈতির দল এসেছে৷ ওদের কথায় ভুল বুঝবেন না৷’’
এরপরই সরাসরি বিজেপির নাম করে তিনি বলেন, ‘‘এই বিজেপি পার্টির কথা একদম বিশ্বাস করবেন না৷ জেনে রাখুন, আমাদের সরকার মানে ২ টাকা কিলো চাল৷ আমাদের সরকার মানে গ্রামের রাস্তা৷ শিক্ষাশ্রী, সবুজশ্রী, কন্যাশ্রী- আপনারা মনে রাখবেন সবই কিন্তু পেয়েছেন তৃণমূলের আমলে৷’’
সভাস্থলে হাজির হওয়া মানুষের আবেগ উস্কে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আপনারা গরিব হতে পারেন৷ কিন্তু মাথা উঁচু করে বাঁচেন- এটা আমি জানি৷ তাই বলছি-ওদের টাকা নেবেন না৷ ওই টাকা নেওয়া মানে বাংলায় অশান্তি ডেকে আনা৷’’
রাজ্য পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তাদের পাশে বসিয়ে সরকারি মঞ্চকে মুখ্যমন্ত্রী দলীয় জনসভায় পরিণত করেছেন বলে অভিযোগে সরব হয়েছে বিরোধীরা৷ সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিয় পাত্রের অভিযোগ, ‘‘এই সরকার যে নিয়ম নীতি মানেন না, এটা তারই প্রমাণ৷ ওঁনার কাছে এটা নতুন নয়৷ উনি সরকারি টাকায় দলীয় জনসভা করেন৷’’ একই বক্তব্য শোনা গিয়েছে বিজেপির বিষ্ণুপুর জেলা সভাপতি স্বপন ঘোষের কাছ থেকে৷ তাঁর কথায়, ‘‘এরা আইন কানুন মানেন না৷ তাই স্বতস্ফূর্তভাবে সরকারি জনসভায় দলীয় কথা বলেন৷’’
এদিন দেদুনিয়ার সভার সূচনায় আদিবাসী ভাষায় মিনিট তিনেক ভাষণ রাখেন মুখ্যমন্ত্রী৷ যার মর্মাথ, ৩৪ বছরের বাম সরকার রাজ্যের কোনও উন্নয়ন করেনি৷ বাংলার যা উন্নয়ন হয়েছে, তা তাঁর রাজত্বের এই ছ’বছরেই৷ এরপরই বাংলা ভাষায় ফিরে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপি শাসিক কেন্দ্রীয় সরকারকে৷ বলেছেন, ‘‘দিল্লির বিজেপি সরকারের জন্য বিধবা ভাতা পাচ্ছিলেন না৷ আমাদের সরকার ২৫৮কোটি টাকা দিয়ে তা চালু করেছে৷ চিন্তা করবেনন না৷ আমাদের সরকার আপনাদের পাশে রয়েছে৷’’
বাম আমলে জঙ্গলমহলের জেলা পশ্চিম মেদিনীপুরের বেলপাহাড়ির অনাহারের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আগে বেলপাহাড়ির মানুষ পিঁপড়ের ডিম খেত৷ এখন সেখানকার মানুষ দু’বেলা খেয়ে থাকতে পারছে৷ আমরাই সেই ব্যবস্থা করেছি৷’’ তিনি দাবি করেছেন, ‘‘মাহাতো থেকে চ্যাটার্জ্জি এই সরকার সকলের৷ তাই রাজ্যের ১০ কোটি মানুষের মধ্যে ৮ কোটি মানুষকে আমরা ২ টাকা কিলো চাল দিচ্ছি৷’’ মুখ্যমন্ত্রী অারও বলেন, ‘‘এখন সেই মাও নেই৷ নেই অশান্তিও৷ জঙ্গলমহলে ফিরেছে শান্তি৷’’ এরপরই জনতার উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের কাতর আর্জি, ‘‘এই শান্তি নষ্ট হতে দেবেন না৷’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘আমাদের সরকারই কিন্তু আপনাদের সব সাহায্য দিচ্ছে৷ মনে রাখবেন, আমরা কৃষির খাজনা পুরোপুরি মুকুব করেছি৷ এটা একটা বড় সিদ্ধান্ত৷’’
ঝাড়গ্রাম থেকে ভায়া শুশুনিয়া পাহাড় হয়ে অযোধ্যা পর্যন্ত ‘হোম টুব়িজিম’ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ মমতার কথায়, ‘‘দার্জিলিং, জলপাইগুড়িতে আমরা ‘হোম টুব়িজিম’ চালু করেছি৷ এবার জঙ্গলমহলের সব জায়গায় করব৷ আপনারা আর্থিকভাবে উপকৃত হবেন৷’’এদিন বাঁকুড়া জেলার জন্য ২৩০০ কোটি টাকার জল প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী৷ বিভিন্ন প্রকল্পের গ্রাহকদের হাতে পরিষেবা সামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি জেলায় একাধিক প্রকল্পের সূচনা ও শিলান্যাস করেন তিনি৷ হিন্দুস্থান সমাচার৷ সঞ্জয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *