BRAKING NEWS

বিএসএনএলের কর্মীদের ধর্মঘটে গ্রাহক দূর্ভোগ চরমে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ডিসেম্বর৷৷ ভারত দূর সঞ্চার নিগম লিমিটেডের অফিসার্স ও ক্যাজয়েল কর্মীদের লাগাতর আন্দোলনে ভোক্তাদের চতরম হয়রানি৷ দেশের ৩ লক্ষ কর্মচারী বিএসএনএলের বেসরকারীকরণ নিয়ে দু-দিনব্যাপী ধর্মঘট চালিয়ে যাচ্ছে৷ বিএসএন ভোক্তাদেহর বিপাকে ফেলে আন্দোলন সংস্থাটিকে বাঁচানোর জন্য, দাবী করেছেন রাজ্য ইউনিয়নের কনভেনার তীর্থঙ্কর রায়চৌধুরী৷ তাঁর অভিযোগ, বেতন পুনঃবিন্যাস, ক্যাজুয়েলদের নিয়মিত করন নিয়ে কেন্দ্রীয় সরকারের কোন ইতিবাচক সাড়া নেই৷ দেশের ৭০ হাজার বিএসএনএলের টাওয়ারগুলিকে বেসরকারী কোম্পানীর হাতে তুলে দেওয়ার বিপক্ষেও ইউনিয়ন ধর্মঘট পালল করছেন৷ ভোক্তা সাফ জানিয়ে দিয়েছেন দু-দিনের জমানো কাজ দিনরাত কাজ করে শেষ করবেন কর্মচারীরা৷ দেশের বর্তমান সরকার লাভজনক সংস্থাকে কর্পোরেট তোষণ করতে গিয়ে বেসরকারীকরণ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে বিষোদাগার উগড়ে দিয়েছেন আন্দোলনকারী অফিসার্স ইউনিয়নের নেতৃত্বরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *