BRAKING NEWS

উপজাতি দল নিয়ে বিরোধী দলে অস্বস্তি

রাজনৈতিক প্রতিবেদন ৷৷ নির্বাচনে পাহাড় দখল নিয়ে চলছে উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির মধ্যে টানাপোড়েন৷ গণমুক্তি পরিষদের ক্ষয়িষ্ণু রাজনৈতিক অবস্থান মোকাবিলায় পাহাড়ে চষে বেড়াচ্ছেন জি এম পি নেতারা৷ রাজ্য রাজনীতির রসায়ণে আইপিএফটি এনসি গোষ্ঠীর উত্থান, আইএনপিটি’র বিজেপি’র সঙ্গে জোটের একাগ্রতা পাহাড়ে রণকৌশল নির্ণয়ে ব্যতিব্যস্ত ডান ও বাম উভয় শিবির৷
উপজাতি সংরক্ষিত ২০টি আসনের মধ্যে ১৯টি উপজাতি গণমুক্তি পরিষদ দখলে রাখলেও নিশ্চিত হতে পারছেনা মেলারমাঠ৷ পাহাড়ে পরিশ্রুত পানীয় জল, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিক্ষা ব্যবস্থার আশানুরূপ উন্নয়ন বঞ্চনায় উগ্র জাত্যাভিমান নিয়ে আইপিএফটি এনসি গোষ্ঠীর পৃথক তিপ্রাল্যান্ডের অনৈতিক দাবীতে চাপে রয়েছে রাজ্য সরকার৷ উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির মধ্যে আইএনপিটি বিজেপি’র সঙ্গে জোটের দরজা খোলে দিয়েছে৷ তৎকালীন জোটসঙ্গী কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বামফ্রন্ট হটাতে বিজেপি’র উপর বিজয় রাঙ্খলের দল আস্থাশীল৷ কংগ্রেস দল পাহাড়ে শুকিয়ে যাওয়া সংগঠন বিস্তারে মাঠে নেমে জোট সঙ্গীর সন্ধানে ঘুড়ে বেড়াচ্ছেন৷ বিশ্বস্থ সূত্রে জানা গিয়েছে, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলের নেতাদের ম্যানেজ করতে দায়িত্ব দেওয়া হয়েছে মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে৷ তার আঞ্চলিক দলগুলি সংগঠনহীন বর্তমান কংগ্রেসের সঙ্গে জোটে কেউ আগ্রহ দেখাচ্ছেনা৷ রাজেশ্বর গোষ্ঠী বিধায়ক গোপাল রায়ের সঙ্গে দফায় দফায় গোপন বৈঠক করছেন৷ আসন বন্টন নিয়ে কংগ্রেস পরিষদীয় দলতার আশ্বাসে ভরসা করতে নারাজ রাজেশ্বর দেববর্মা গোষ্ঠী৷ পাহাড়ে বহু মেরুকেন্দ্রীক লড়াইয়ে গণমুক্তি পরিষদ বাজিমত করতে মনোনিবেশ করেছে৷ পাহাড়ে এনসি দেববর্মাদের বিগতদিন গুলিতে উশৃঙ্খল তান্ডব সাধারণ মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে দিয়েছেন৷ উদ্ভট রাজনৈতিক পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রীতিমতো হতাশ কংগ্রেস৷ ২০টি আসনে প্রার্থী বাছাই ও জোটসঙ্গী খুঁজার সমস্ত রাস্তা ক্রমশ বন্ধ হয়ে পড়েছে৷
ত্রিপুরার রাজনৈতিক পালাবদলে পাহাড়ের ২০টি আসন দখল করার লড়াই উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির ভোট বিভাজন হওয়ায় খুশি বাম শিবির৷ অবাম ভোট বিভাজনে শাসক শিবিরের সংরক্ষিত ভোটব্যাঙ্ক সুরক্ষিত৷ ২০১৩ লোকসভা নির্বাচনে বিজেপি ফ্যাক্টর না থাকার পরও বহু উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেস জোট প্রার্থীরা ধরাশায়ী হয়েছে৷ পাহাড় দখল করতে না পারলে কোন বিরোধী দল সরকার বদল করতে পারবেনা তা সহজেই অনুমেয়৷ বিজেপি’র উপজাতি মোর্চা জি এম পি’র ঘরে এখনো থাবা বসাতে পারেনি৷ ভোট নিয়ে পাহাড়ে চরম অস্বস্তিত্বে বিরোধীরা৷
৬০ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় ৪০টি আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ডান ও বাম শিবিরে৷ শাসক দলের ১৯টি জয়ী আসনে অবাম শিবির সিদ গাড়তে ব্যর্থ৷ আই পি এফ টি’র অযৌক্তিক দাবীর চলতে জোট নিয়ে বিজেপি ও কংগ্রেস নিরুৎসাহী৷ উপজাতি এলাকায় অবাম ভোট বিভাজনে বামফ্রন্ট খালিমাঠে গোল করবে, এমনটাই দাবী রাজনৈতিক পর্যবেক্ষক মহলের৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *