BRAKING NEWS

সুদীপ হত্যাকান্ডে অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ, পাঠানো হল জেল হেপাজতে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যাকাণ্ডে ধৃতদের আজ আদালতে তোলা হলে আদালত তাদের ১৮ ডিসেম্বর পর্যন্ত জেল হেপাজতে পাঠিয়েছে৷ এদিন আদালতে সাংবাদিক সুদীপ হত্যাকাণ্ডে ধৃত টিএসআর ২নং ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মা ও তার দেহরক্ষী নন্দলাল রিয়াং, টিএসআর জওয়ান ধর্মেন্দ্র সিং ও অমিত দেববর্মা জামিনের আবেদন জানিয়েছিলেন৷ আদালত সেই আবেদন খারিক করে দিয়েছে৷ এদিকে এসআইটি আজ আদালতে প্রয়াত সাংবাদিকের ময়না তদন্তের রিপোর্ট জমা দিয়েছে৷ আদালত সূত্রে খবর, এসআইটি আদালতে প্রয়াত সাংবাদিকের শরীরে দুটি গুলির চিহ্ণ সহ অসংখ্য আঘাতের চিহ্ণ রয়েছে বলে জানিয়েছে৷
এদিকে সাংবাদিক শান্তনু ভৌমিক হত্যাকাণ্ডে ধৃত রাকেশ দেববর্মা ও জীতেন্দ্র দেববর্মাকে আদালত তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে৷ এসআইটি এদিন আদালতে তাদের ৫ দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল৷ কিন্তু আদালত তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে৷ এদিকে, রবিবার রাকেশ দেববর্মা ও জীতেন্দ্র দেববর্মা টিআই প্যারেডে সনাক্ত হয়েছে৷
উল্লেখ্য, গত ২০ সেপ্ঢেম্বর মান্দাইয়ে সাংবাদিক শান্তনু ভৌমিক এবং গত ২১ নভেম্বর টিএসআর দুই নং ব্যাটেলিয়ানের হেড কোয়ার্টারে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক নৃশংসভাবে খুন হন৷ এই হত্যাকান্ড নিয়ে বিভিন্ন মহল থেকে সিবিআই তদন্তের দাবী করা হয়েছে৷ পাশাপাশি রাষ্ট্রপতির দ্বারস্থও হয়েছেন সাংবাদিকদের একটি প্রতিনিধি দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *