BRAKING NEWS

সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র শীর্ষে মহিলানেত্রী অমরদীপ কউর

রাঁচি, ১২ ডিসেম্বর (হি.স.) : শারীরিক অসুস্থতার কারণে সিপিআইয়ের শ্রমিক সংগঠন এআইটিইউসি-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদ থেকে সরে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ গুরুদাস দাশগুপ্ত৷ সাধারণ সম্পাদক পদে প্রথমবার মহিলা মুখ এনে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুকে ফের টেক্কা দিল এআইটিইউসি৷ রাঁচিতে সংগঠনের তিনদিনের জেনারেল কাউন্সিল অধিবেশন থেকে তাঁর জায়গায় সর্বসম্মতির ভিত্তিতে বসলেন উপসাধারণ সম্পাদক অমরদীপ কউর৷ শ্রমিক সংগঠনের শীর্ষ পদে মহিলানেত্রীর অাসাকে যুগান্তকারী পদক্ষেপ বলে বর্ণনা করে গুরুদাসবাবু বলেন, ‘‘শারীরিক অসুস্থতার কারণে সংগঠনের সব কর্মসূচিতে যোগ দিতে পারছি না৷ তাই সরে দাঁড়ালাম৷৷’’
সংগঠন সূত্রের খবর, টানা ৫বার সম্মেলন থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন তিনি৷ দীর্ঘ ১৭ বছর সংগঠনের শীর্ষ পদে থাকার নজিরও একমাত্র তাঁরই রয়েছে৷ এদিকে গুরুদাসবাবু সরে দাঁড়ানোয় সর্বসম্মতিক্রমে যেভাবে মহিলানেত্রীকে সংগঠনের শীর্ষ পদে বসানো হল, তার নজির কমিউনিস্ট পার্টিতে এই প্রথম৷ সেদিক থেকে দেখতে গেল ‘সংসারে’র বড় ভাই সিপিএমকে টেক্কা দিল সিপিআই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *