BRAKING NEWS

প্রেস ক্লাবে সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের স্মরণ সভা অনুষ্ঠিত

অবক্ষয় থেকে মুক্ত হতে না পারলে আমরা বাঁচবো না ঃ জাগরণ সম্পাদক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে গুলি চালিয়ে সাংবাদিক খুনের ঘটনা সম্ভবত বিশ্বেই নজীর বিহীন বলে মন্তব্য করেছেন জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ আজ আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের স্মরণ সভায় তিনি বক্তব্য রাখছিলেন৷ গত ২১ নভেম্বর আর কে নগর টিএসআর ক্যাম্পে তাঁকে গুলি চালিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়৷ এই খুনের দায়ে টিএসআর কমান্ডেন্ট সহ তিন জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে৷ জাগরণ সম্পাদক বলেন, দু’মাসের মধ্যে দু’জন সাংবাদিক হত্যার ঘটনা শুধু শোকাবহই নহে রীতিমতো উদ্বেগ ও গভীর উৎকন্ঠার৷ যেখানে যুদ্ধক্ষেত্রেও সাংবাদিকরা অনেক ক্ষেত্রেই রেহাই পান সেখানে টিএসআর এর মতো একটি সুশৃঙ্খল বাহিনীর জওয়ান কমান্ডেন্ট নৃশংসভাবে খুন করতে পারে? যে টিএসআর বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে সেই বাহিনীই কলংকিত হল৷ জাগরণ সম্পাদক বলেন, সাংবাদিক সংবাদপত্রের উপর আক্রমণ নতুন ঘটনা নয়৷ এই জাগরণ পত্রিকা অফিস আক্রান্ত হয়েছিল৷ আমাকে প্রাণে মারার চেষ্টা হয়েছে৷ সেদিন আমার প্রাণ রক্ষার জন্য পুলিশ অস্ত্রধারী নিরাপত্তারক্ষী দিতে বাধ্য হয়েছিল৷ টিএসআর ক্যাম্পে সাংবাদিক সুদীপ হত্যার তীব্র নিন্দা করে তিনি শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানান৷ জাগরণ সম্পাদক স্মরণ সভায় বলেন, আমরা আজ অবক্ষয়ের শিকার হয়েছি৷ অবক্ষয় মুক্ত হতে না পারলে আমরা বাঁচবো না৷ আজ সংবাদপত্র অনেক বেশী আক্রমণের মুখে৷ দেশে অঘোষিত জরুরী অবস্থা চলছে৷ সংবাদপত্রের উপর আরও বেশী আক্রমণের অশনি সংকেত দেখা যাচ্ছে৷ এই আক্রমণ প্রতিহত করার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন সাংবাদিকদের আত্মশুদ্ধির পথ অনুসরণ করা৷
বরিষ্ট সাংবাদিক প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী স্মৃতিচারণে বলেন, জাগরণ সম্পাদক বাস্তব পরিস্থিতি তুলে ধরেছেন৷ বরিষ্ট সাংবাদিক স্রোতরঞ্জন খীসা বলেন, খুনীরা যাতে পার না পয় তা নিশ্চিত করতে হবে৷ পুলিশের দূর্বল তদন্তে খুনীরা পার পেয়ে যায়৷ সেটা যাতে না হয় তার উপর তিনি জোর দেন৷ বরিষ্ট সাংবাদিক প্রদীপ দত্ত ভৌমিক বলেন, সুদীপের স্মরণসভায় আমাকে বক্তব্য রাখতে হবে ভাবতে পারিনি৷ সুদীপ আমার খুড়তুতো ভাই৷ তিনি বলেন, পুলিশের সাথেই তাঁর বন্ধুত্ব ছিল৷ আমাদের পারিবারিক কালীপুজায় তাঁর আমন্ত্রণে পুলিশরাও আসতেন৷ সেই পুলিশই তাঁকে শেষ করে দিল৷ বরিষ্ট সাংবাদিক সমীর ধর বলেন, যে কমানডেন্টের দুর্নীতির বিরুদ্ধে সুদীপ এগারটি প্রতিবেদন প্রকাশ করেছেন সে কমান্ডেন্টের চেম্বারে একাকী যাবার দুঃসাহস করলেন কিভাবে? তিনি সাংবাদিকতার ক্ষেত্রে আরও বেশী সতর্ক হবার পরামর্শ দিয়েছেন৷ স্মরণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জয়ন্ত ভট্টাচার্য্য, সুজিত চক্রবর্তী প্রমুখরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *