BRAKING NEWS

দেড় কোটি টাকার পাচার সামগ্রী বাজেয়াপ্ত করল সীমান্ত রক্ষী বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ ডিসেম্বর৷৷ রাজ্যের বিভিন্ন সীমান্ত এলাকা ধরে পাচারকালে নভেম্বর মাসে বিশাল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য বিএসএফের হাতে ধরা পড়ে৷ ওই মাসে পাচার বিরোধী অভিযানে নেমে সীমান্ত সুরক্ষা বাহিনী ১ কোটি ৬০ লক্ষ ৬৮ হাজার ৬৮০ টাকার মূল্যের সামগ্রী বিভিন্ন সীমান্ত এলাকা থেকে বাজেয়াপ্ত করেছে৷ পাচার সামগ্রীর মধ্যে রয়েছে বনজ সম্পদ, মদ, ঔষুধ, বাজি, মাছ, যান-বাহন, গাঁজা, শাড়ি, বস্ত্র সামগ্রী, গবাদি পশু, ফেন্সিডিল এবং বিভিন্ন সামগ্রী৷ মুূলত ঃ সিপাহীজলা জেলার কমলাসাগর, আশাবাড়ী, এন সি নগর, বেলারডেপা, ইউএনসি নাগর, কুল্লুবাড়ি, নির্ভয়পুর, শ্রীমান্তপুর, রাঙ্গামুড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার কাঁঠালছড়ি, ঋষ্যমুখ, নালুয়া, ঊনকোটি জেলার মূর্তিছড়া, লাটিয়াপুড়া, রাঙাউটি, উত্তর জেলার ইয়াকুবনগর, চুরাইবাড়ি, ধর্মনগর এবং খোয়াই জেলার স্টেনেলি, খেঁড়াবাড়ি এলাকা থেকে সীমান্তপথে পাচারকালে এই সামগ্রীগুলো আটক করা হয়৷ এর মধ্যে ১ কোটি ৩৭ লক্ষ ৭৫ হাজার ০৯৪ টাকা মূল্যের সামগ্রী আটক করা হয় বাংলাদেশ পাচারকালে৷ ওপার থেকে এপারে পাচারের সময় ধরা  পড়ে ২২ লক্ষ ৯৩ হাজার ৫৮৬ টাকা মূল্যের সামগ্রী৷ এই সময়ে বেআইনভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে বিএসএফের হাতে ধরা পড়ে ত্রিপুরার ভারত – বাংলাদেশ সীমান্তে ০৪ জন ভারতীয়, ০৫ জন বাংলাদেশী নাগরিক৷ বি এস এফ পূর্ণ উদ্যোমে সীমান্তে সর্বক্ষণ নজরদারি রক্ষা করছে এবং সীমান্তে প্রহরা দিতে প্রতিশ্রুতিবদ্ধ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *