BRAKING NEWS

দিল্লি বিমানবন্দর থেকে আটক সন্দেহজনক আফগানি

নয়াদিল্লি, ১২ ডিসেম্বর (হি.স.) : বিমানবন্দর কর্মীদের গাফিলতিতে ভিসা ছাড়ায় দিল্লি বিমানবন্দরে ঢুকে চূড়ান্ত হেনস্থার শিকার হলেন এক আফগানি৷
দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটকও করা হয়েছে৷ ভারতের ভিসা ছাড়াই নির্ধারিত টার্মিনাল থেকে বেরোতে গেলে বিমানবন্দরের নিরাপত্তীরা আটক করে তাকে৷ নির্দিষ্ট দেশের ইমিগ্রেশন ছাড়া কোনও ব্যক্তি বিমানবন্দর থেকে বের হতে পারেন না৷
ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে৷ বিমানবন্দরের অভিবাসন দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক এই ঘটনার সত্যতা স্বীকার করে নিলেও এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য দিতে চান নি৷
বিমানবন্দর সূত্রে খবর, গত ৩০ নভেম্বর স্পাইসজেটে চেপে ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আসেন তিনি৷ গন্তব্যস্থল ছিল বেজিং৷ তাই এয়ার চায়না ফ্লাইটে উঠতে গিয়ে বিমানবন্দরের অভিবাসনের দায়িত্বরত কর্মীদের অখেয়ালেই তিনি ভুল জায়গায় ঢুকে পড়েন৷ সিকিউরিটি চেকের পর বিষয়টি প্রকাশ্যে আসে৷
অভিবাসন দফতরের গাফিলতি থাকার কারণেই ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়৷ স্পাইসজেট বিমানবন্দরের কর্মীরা সিসিটিভি ফুটেজ স্ক্যান করতেই বিষয়টি প্রকাশ্যে আসে৷ বিমানবন্দর কর্মীদের গাফিলতির জেরেই এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই তাকে ছেড়ে দেন বিমানবন্দের উচ্চপদস্থ আধিকারিকরা৷
তবে, দিল্লি বিমানবন্দরে এই ধরণের ঘটনা প্রথম নয়৷ ভুয়ো পাসপোর্ট নিয়ে কিছুদিন আগেই বিমানবন্দর কর্মীদের চোখে ধুলো দিয়ে এক মহিলা বিদেশে পাড়ি দিয়েছিলেন৷ বারবার এই ধরণের ঘটনা দিল্লি এয়ারপোর্টের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *