BRAKING NEWS

অস্ট্রিয়ায় প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণে মৃত এক, আহত ১৮

বার্লিন, ১২ ডিসেম্বর (হি.স.): স্লোভাকিয়া সংলগ্ন অস্ট্রিয়া সীমান্তের কাছে প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে জোরালো বিস্ফোরণে প্রাণ হারালেন এক জন| বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন| রিজিওনাল রেড ক্রস আধিকারিক সোনজা কেল্লের জানিয়েছেন, মঙ্গলবার সকালে স্লোভাকিয়া সংলগ্ন অস্ট্রিয়া সীমান্তের কাছে ভিয়েনার পূর্বে বৌমগার্টেন এন দের মার্চ এলাকায় অবস্থিত প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে জোরালো বিস্ফোরণ হয়| বিস্ফোরণের পরই প্ল্যান্টে আগুন ধরে যায়| দাউ দাউ করে জ্বলতে থাকে প্ল্যান্ট| প্ল্যান্টে জোরালো বিস্ফোরণ মৃতু্য হয়েছে এক জনের| আহত হয়েছেন অন্তত ১৮ জন| দু’টি মেডিক্যাল হেলিকপ্টারে করে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে|
কি কারণে প্রাকৃতিক গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ হল তা এখনও পর্যন্ত জানা যায়নি| প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, যান্ত্রিক গোলযোগের কারণে বিস্ফোরণ হয়েছে| কর্তৃপক্ষ বিস্ফোরণের ঘটনাটি তদন্ত করে দেখছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *