BRAKING NEWS

বৃষ্টিতে চড়িলামে জাতীয় সড়ক মরণ ফাঁদ, দিনভর যাত্রী দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১০ ডিসেম্বর৷৷ দুই দিনের বৃষ্টিতে চড়িলামের পরিমল চৌমুহনীর উপর জাতীয় সড়কের মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ মাঝারী বৃষ্টিতে রাস্তা দিয়ে বড় বড় গাড়িগুলো যাতায়াত করতে পারছে না৷ গত শনিবার যদিও ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু রবিবার সকাল থেকে জাতীয় সড়ক মরণ ফাঁদে পরিণত হয়েছে৷ উদয়পুর গামী গাড়িগুলো জমাট বাধে রাস্তায় অন্যদিকে আগরতলা থেকে আসা গাড়িগুলো এসে মুখোমুখি জট বেধে টানা একঘন্টা আটকে স্তব্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক৷ কিন্তু কর্তৃপক্ষের কোন হোলদোল লক্ষ্য করা যায়নি ঘটনাস্থলে৷ জাতীয় এর কাজ দেওয়া হয়েছে কে এম সি কর্তৃপক্ষকে কর্তৃপক্ষের গাফিলতিতে সমস্ত যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়েছে রবিবার৷ অন্তত ১০ থেকে ১৫টি দ্বিচক্র যান উল্টে যায় পরিমল চৌমুহনী এলাকায়৷ কিন্তু পরিমল চৌমুহনী এলাকা থেকে চড়িলাম সুকল সংলগ্ণ এলাকা পর্যন্ত দীর্ঘ লাইন পড়ে যায় অসংখ্য গাড়ির৷ দেখা গেছে যান চলাচল যখন স্তব্ধ হয়ে পড়ে তখনও কে এম সি কর্তৃপক্ষ তরফ থেকে কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ জাতীয় সড়কের অবস্থা খানাখন্দে ও বড় বড় গর্তে পরিণত হয়েছে৷ সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে সন্ধ্যায়  জাতীয় সড়কে মন্ত্রীর গাড়িও আটকে পরে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *