BRAKING NEWS

বিজেপি ক্ষমতায় এলে চাকরীচ্যুত শিক্ষকদের কর্ম সংস্থানের প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রথম ক্যাপিনেটেই ১০,৩২৩ চাকরীচ্যুত শিক্ষককে সুনিশ্চিত কর্ম সংস্থানের উপযুক্ত ব্যবস্থা সম্পর্খে ঘোষণা দেবে৷ আর তা হবে সম্পূর্ণ আইন সঙ্গত ভাবে৷ বিজেপিরি প্রদেশ প্রভারী অধ্যাপক অলক ভট্টাচার্য্য রবিবার বিকালে ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষক সম্পর্কে পার্টীর অবস্থান স্পষ্ট করে দিয়ে বলেন, শিক্ষক সমাজের মেরুদণ্ড৷ আর এই শিক্ষকদের উপরই বল প্রয়োগ করেছে বামফ্রন্ট সরকার৷ তাদের চাকরি দেওয়ার ক্ষমতা নেই৷ কিন্তু গণতান্ত্রিক আন্দোলন করার অধিকারটুকুও কেরে নেওয়া হচ্ছে৷ তিনি বলেন, এটা ঠিক যে জাতীয় সড়ক এবং রেল পথ অবরোধ করে দিলে রাজ্যবাসীকে জটিল সমস্যার মধ্যে পরতে হয়৷ কিন্তু যেভাবে তাদের তুলে দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়ে যায়, ইতিপূর্বের আইপিএফটির অবরোধের পেছনে সিপিআইএমের প্রত্যক্ষ মদত ছিল৷ আর তাই তাদের অবরোধ দীর্ঘ স্থায়ী হয় এবং পুলিশ কোন হস্তক্ষেপ করেনি৷ ড, অলক ভট্টাচার্য্য আরও বলেন, তাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমেই তাদের দাবি পূরণ এবং অবরোধ মুক্ত করার প্রচেষ্টা চালানো যেতে৷ বিজেপি সরকার ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেটেই ১০৩২৩ চাকরীচ্যুত শিক্ষককে আইনসংগত ভাবে কর্ম সংস্থানের স্থায়ী উপযুক্ত ব্যবস্থা করে দেবার জন্য বিজেপি প্রতিশ্রুতি বদ্ধ৷ তিনি আরও বলেন, মিথ্যা আশ্বাস আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে শিক্ষকদের আন্দোলনকে এতদিন দমিয়ে রাখার পর এবার আন্দোলন দমাতেও নেতিবাচক পথকেই বেছে নিয়েছে তথাকথিত শ্রমিক ও কর্মচারী দরদি সরকার৷ রাজ্য সরকারের দ্বিচারিতায় ভুগছে৷ একদিকে শিক্ষামন্ত্রী মহাকরণে বসে বলছেন যে শিক্ষকদের অবরোধ আন্দোলন প্রত্যাহার করতে কোনও বল প্রয়োগ করা হবে না আবার এর পরেই পুলিশ দিয়ে তাদের হটানো হল৷ সরকারটা কে চালাচ্ছে তা নিয়েই প্রশ্ণ উঠে৷ এমন দেউলিয়া সরকার আর কোথাও নেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *