BRAKING NEWS

শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচে ১১২ রানে শেষ ভারতীয় ইনিংস, লড়লেন একা ধোনি

ধর্মশালা, ১০ ডিসেম্বর (হি.স.): বিরাটহীন প্রথম ম্যাচে ম্যাচে ১১২ রানে শেষ হয়ে যায় ভারতীয় ইনিংস৷ ধর্মশালায় শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শুরু থেকেই ধসে পড়েল ভারতের ব্যাটিং ৷ টিম ইন্ডিয়াকে লজ্জার হাত থেকে বাঁচালেন মহেন্দ্র সিং ধোনি ৷ প্রাক্তন অধিনায়ক হাফ-সেঞ্চুরি না-করলে ১০০ রানের গণ্ডি টপকাতে পারত না টিম রোহিত ৷
ধর্মশালা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১২ রানে অলআউট হয়ে গেল ভারত। লড়াই করলেন একা মহেন্দ্র সিংহ ধোনি। তিনি ৬৫ রান করলেন। ধোনি ছাড়া আর কোনও ভারতীয় ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। ধোনি ছাড়া দু’অঙ্কের রান করেছেন শুধু হার্দিক পাণ্ড্য (১০) ও কুলদীপ যাদব (১৯)। ১৩ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল।
আজ শুরু থেকেই শ্রীলঙ্কার দাপট দেখা যায়। দিনের দ্বিতীয় ওভারের শেষ বলে শিখর ধবনকে (০) এলবিডব্লু করে দেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। পঞ্চম ওভারের প্রথম বলেই এই সিরিজে ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে (২) ফেরান সুরঙ্গা লাকমল। নবম ওভারে লাকমলেরই শিকার হন দীনেশ কার্তিক (০)। ১৩-তম ওভারে মণীশ পাণ্ডেকে (২) আউট করেন লাকমল। ১৪-তম ওভারে শ্রেয়াস আয়ারকে (৯) বোল্ড করে দেন নুয়ান প্রদীপ। তিনিই হার্দিককে ফেরান। ভুবনেশ্বরকে ফেরান লাকমল। কুলদীপকে আউট করেন আকিলা ধনঞ্জয়। জসপ্রীত বুমরাহকে ফেরান সচিত পথিরানা। থিসারা পেরেরার বলে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন ধোনি।
টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে হারানোর পর আত্মবিশ্বাস নিয়েই একদিনের সিরিজ খেলতে নামে ভারতীয় দল। বিরাটরা এর আগে টানা পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন। এই সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করতে পারলে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকাকে টপকে আইসিসি র্যা ঙ্কিংয়ে এক নম্বরে পৌঁছে যাবে। সেই লক্ষ্যেই আজ মাঠে নামেন রোহিতরা। কিন্তু শুরুটা হল ঠিক উল্টো। ২৯ রানে ৭ উইকেট পড়ে যাওয়ার পর ভারতীয় দল কত রান করতে পারবে, সেটা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছিল। শেষপর্যন্ত অবশ্য ধোনির লড়াইয়ের সুবাদে ১১২ রান টপকাতে পারল ভারত।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *