BRAKING NEWS

জায়রা কান্ডে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সকে চিঠি দল মহিলা কমিশন

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিমানে শ্লীলতাহানির ঘটনায় তত্পর জাতীয় মহিলা কমিশন। এই ঘটনায় রবিবার মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সের এথিক্স অফিসারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।
দিল্লি থেকে মুম্বইগামী রাতের বিমানে ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রার সঙ্গে অশালীন আচরণের অভিযোগ রয়েছে তাঁর এক সহযাত্রীর বিরুদ্ধে। সেই অশালীনতার ঘটনার কথা জানিয়ে গতকাল গভীর রাতে ইনস্টাগ্রামে পোস্ট করেন জায়রা।
অভিনেত্রী জায়রা ওয়াসিমের বিমানে শ্লীলতাহানির ঘটনায় মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা এয়ারলাইন্সের এথিক্স অফিসারকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন। ই-মেলে মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা লিখেছেন, ‘অভিনেত্রী জায়রা ওয়াসিম যখন বিমানে তন্দ্রায় ছিলেন, তখন পিছন থেকে এক ব্যক্তি তাঁর পিঠে ও ঘাড়ে পা দেয় বলে অভিযোগ। গতকাল গভীর রাতে জায়রা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে এয়ার ভিস্তার উড়ানে ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন। তাঁর গাল বেয়ে চোখের জল নেমে আসছিল।’
রেখা আরও বলেছেন, ভিস্তারা এয়ারলাইন্স সংস্থা এই ধরনের ঘটনা বরদাস্ত করা হবে না বলে জানালেও, পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মহারাষ্ট্রের ডিজিপি ও ভিস্তারা সংস্থার আধিকারিককে এ বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে হবে। তাঁরা যদি সেটা করতে ব্যর্থ হন, তাহলে ১৯৯০ সালের মহিলা কমিশন আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য হবেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *