BRAKING NEWS

রাত পোহালেই গুজরাটে প্রথম দফার ভোট, ভাগ্য নির্ধারণ হবে ৯৭৭ জন প্রার্থীর

আহমেদাবাদ, ৮ ডিসেম্বর (হি.স.): রাত পোহালেই গুজরাট বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট| শনিবার সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটের ৮৯টি আসনে ভোটদান প্রক্রিয়া চলবে| প্রথম দফার ভোটে ভাগ্য নির্ধারণ হবে ৯৭৭ জন প্রার্থীর| শনিবার প্রথম দফার ভোটে ৯৭৭ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.১২ কোটি ভোটার| প্রথম দফার ভোটে হেভিওয়েট প্রার্থীরা হলেন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি, প্রতিদ্বন্দীতা করছেন রাজকোট (পশ্চিম) আসন থেকে, মান্ডভি আসনে হেভিওয়েট প্রার্থী হলেন কংগ্রেসের এস গোহিল এবং আমরেলি আসনের হেভিওয়েট প্রার্থী হলেন পরেশ ধানানি| বৃহস্পতিবার সন্ধ্যায় হাইভোল্টেজ নির্বাচনী প্রচার শেষ হয়েছে| গুজরাট বিধনসভা নির্বাচন উপলক্ষ্যে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাট জুড়ে|
রাজনৈতিক মহলের মতে, গুজরাট বিধানসভা নির্বাচন এক কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সম্মান রক্ষার লড়াই| অন্যদিকে, গুজরাট বিধানসভা নির্বাচনে জয়ী হতে উঠেপড়ে লেগেছে কংগ্রেস| প্রথম দফার নির্বাচনের প্রাক্কালে গুজরাটে ১৫টি জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| শুধু প্রধানমন্ত্রীই নন, গুজরাটে জনসভা করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| উল্টো দিকে, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাটে নির্বাচনী প্রচারের উদ্দেশে সাত দিন অতিবাহিত করেছেন কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী|
গুজরাটে দ্বিতীয় দফার ভোট আগামী ১৪ ডিসেম্বর| ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার উত্তর এবং সেন্ট্রাল গুজরাটের ৯৩টি আসনে ভোটদান প্রক্রিয়া চলবে| ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর| উল্লেখ্য, গত ২২ বছর ধরে গুজরাটে ক্ষমতায় রয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *