BRAKING NEWS

বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বিদ্রোহী সাংসদ নানা পাটোলে, লোকসভা থেকেও পদত্যাগ

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন মহারাষ্ট্রের ‘বিদ্রোহী’ বিজেপি সাংসদ নানা পাটোলে| বিজেপির সঙ্গে সমস্ত ধরনেরর সম্পর্ক ছিন্ন করার পাশাপাশি সংসদের নিম্নকক্ষ লোকসভা থেকেও ইস্তফা দিয়েছেন বিজেপি সাংসদ নানা পাটোলে| ইতিমধ্যে লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠিও পাঠিয়েছেন নানা পাটোলে| সম্প্রতি বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে উঠে আসেন প্রাক্তন কংগ্রেস নেতা নানা পাটোলে| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কেও আলটোপকা মন্তব্য করেছিলেন তিনি| অবশেষে বিজেপির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন প্রাক্তন কংগ্রেস নেতা নানা পাটোলে|
উল্লেখ্য, ২০১৪ সালে লোকসভার নির্বাচনের প্রাক্কালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-তে যোগ দেন নানা পাটোলে| ২০১৪ লোকসভা নির্বাচনে ভাণ্ডারা-গোণ্ডিয়া আসনে এনসিপি-র হেভিওয়েট প্রার্থী প্রফুল প্যাটেলকে পরাজিত করেছিলেন তিনি| কৃষকদের দুর্দশা সহ একাধিক বিষয়কে হাতিয়ার করে প্রকাশ্যেই ভারতীয় জনতা পার্টির নিন্দা করেছিলেন তিনি| অবশেষে বিজেপি-র সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন নানা পাটোলে| লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনের কাছে পাঠানো চিঠিতে সাংসদ নানা পাটোলে উল্লেখ করেছেন, বিমুদ্রাকরণ, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স (জিএসটি), কৃষি, অর্থনীতি এবং কর্ম সংস্থানের অভাব সহ ১৪টি কারণে লোকসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি| প্রসঙ্গত, গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রাক্কালেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সমস্ত ধরনের সম্পর্ক ছিন্ন করলেন নানা পাটোলে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *