BRAKING NEWS

জেরুজালেম ইজরায়েলের রাজধানী, স্থিতিবস্থা ভেঙে ঘোষণা ট্রাম্পের

ওয়াশিংটন, ৭ ডিসেম্বর (হি.স.): জেরুজালেম হল ইজরায়েলের রাজধানী| মধ্যপ্রাচ্যের দেশগুলির সতর্কবার্তা এবং দীর্ঘদিনের স্থিতিবস্থা ভেঙে ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| ইতিমধ্যেই তেল আভিভ থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নিয়ে যাওয়ারও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প| বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আগের প্রেসিডেন্টরা ভোট প্রচারের সময় এই বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন| কিন্তু, তাঁরা পদক্ষেপ নিতে ব্যর্থ হন| আমি এই ঘোষণা করছি|’ ট্রাম্পের কথায়, ‘আমি মনে করি সময় এসে গিয়েছে জেরুজালেমকে সরকারি ভাবে স্বীকৃতি দেওয়ার|’ ট্রাম্পের এই ঘোষণার জেরে অশান্তির আশঙ্কা রয়েছে, এ বিষয়ে একেবারে নিশ্চিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এর ফলে হয়তো অসন্তোষ বাড়বে| কিন্তু, আমরা শান্তি স্থাপন করতে চাই| সে জন্য আত্মবিশ্বাসী, যে কোনও ক্ষোভ-বিক্ষোভকে অতিক্রম করে ইজরায়েল-প্যালেস্তাইনকে নয়া দিশা দেখাতে হবে| যে কোনও পরিবর্তনের জন্যই নতুন ভাবে ভাবার দরকার আছে|’

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষুব্ধ মুসলিম বিশ্ব| ট্রাম্পের ঘোষণার কিছু পরেই আমেরিকায় হামলা চালানোর হুমকি দিয়েছে আল কায়েদা এবং আইসিস জঙ্গি সংগঠন| আইসিস ও আল কায়েদার হুঁশিয়ারি, বিশ্বের সর্বত্র মার্কিনদের রক্ত বইবে|

তবে, ট্রাম্পের ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু| তিনি বলেছেন, ‘এটা একটা ঐতিহাসিক দিন| সাহসী এবং ন্যায্য সিদ্ধান্তের জন্য আমেরিকার প্রেসিডেন্টের কাছে আমাদের দেশ কৃতজ্ঞ|’ ইজরায়েল সন্তোষ প্রকাশ করলেও, একাধিক দেশ ট্রাম্পের এই ঘোষণায় অসন্তোষ প্রকাশ করেছে| রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য আটটি দেশ জরুরি ভিত্তিতে একটি বৈঠকও ডেকেছে| বিষয়টি পরিষদের অন্য সদস্য দেশগুলিকে জানানোর জন্য রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতারের কাছে অনুরোধ জানিয়েছে ফ্রান্স, ইজিপ্ট, বলিভিয়া, ইতালি, সেনেগাল, সুইডেন, উরুগুয়ে এবং ব্রিটেন| ভারতের তরফে বিদেশমন্ত্রকের মুখপাত্র রাভিশ কুমার জানিয়েছেন, ‘প্যালেস্টাইনের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গী স্বাধীন এবং ধারাবাহিক| আমাদের মতামত এবং স্বার্থের কথা মাথায় রেখে এই দৃষ্টিভঙ্গী গড়ে উঠেছে| তৃতীয় কোনও দেশ এই বিষয়টি ঠিক করা দেবে না|

উল্লেখ্য, ১৯৪৮ সালে ইজরায়ের তৈরি হওয়ার পর থেকে কোনও দেশ জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়নি| অবশেষে মধ্যপ্রাচ্যের দেশগুলির সতর্কবার্তা এবং দীর্ঘদিনের স্থিতিবস্থা ভেঙে ইজরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে স্বীকৃতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *