BRAKING NEWS

সন্ত্রাসবাদীদের তালিকা থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার জন্য রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্থ হাফিজ সঈদ

লাহোর, ২৮ নভেম্বর (হি.স.) : নিজেকে নির্দোষ প্রমাণের দাবিতে এবার রাষ্ট্রসঙ্ঘের দ্বারস্ত হলেন মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসবাদী হামলার মূলচক্রী হাফিজ সঈদ । রাষ্ট্রসঙ্ঘে দায়ের করা পিটিশন হাফিজ সঈদ দাবি করেছেন তিনি সন্ত্রাসবাদী নন। তাই আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকা থেকে তার নাম যেন বাদ দিয়ে দেওয়া হয়। উল্লেখ্য জামাত-উদ-দাওয়া ছাড়াও লস্কর-ই-তৈবার মতো সন্ত্রাসবাদী সংগঠনের অন্যতম প্রধান হিসেবে পরিচিত হাফিজ সঈদকে আন্তর্জাতিক চাপে পড়ে পাকিস্তানের প্রশাসন তাকে গৃহবন্দী করে রেখেছিল। সম্প্রতি তাকে মুক্তি দিয়েছে পাকিস্তান।
অন্যদিকে লাহোরে অবস্থিত একটি ল’ফার্মের মাধ্যমে এই পিটিশন রাষ্ট্রসঙ্ঘের কাছে দায়ের করেছেন হাফিজ সঈদ। নিরাপত্তা পরিষদের রিসোলিউশন ১২৬৭ ধারায় হাফিজ সঈদের নাম আন্তর্জাতিক সন্ত্রাসবাদীদের তালিকায় নথিভুক্ত করেছিল রাষ্ট্রসঙ্ঘ। হাফিজ সঈদই মুম্বই হামলার মূলচক্রী বলে ভারতের তরফে দাবি করা হয়েছিল। সেই হামলায় ১৬০ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং আহত হয়েছিলেন ৩০০ জন। গত সপ্তাহে ২৯৭ দিন গৃহবন্দী থাকার পরে পাকিস্তান সরকারের তরফ থেকে তাকে মুক্তি দেওয়া। হাফিজের মুক্তির পরে ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতির মাধ্যমে দাবি করা হয়, হাফিজ সঈদের মতো সন্ত্রাসবাদীর মুক্তি রীতিমতো উদ্বেগের। পাশাপাশি আমেরিকার পক্ষ থেকেও হাফিজ সঈদকে পুনরায় গ্রেফতারের জন্য পাকিস্তানকে চাপ দেওয়া হয়। আমেরিকা তার মাথার দাম রেখেছে ১০ মিলিয়ন ডলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *