BRAKING NEWS

সমবায় দপ্তরের ওয়েব সাইটের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমবায় দপ্তরের ওয়েব সাইটের আনুষ্ঠানিক সূচনা করা হয়৷রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটির কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এই ওয়েবসাইটের আনুষ্ঠানিক সূচনা করে সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া বলেন, দপ্তরের এই ওয়েবসাইটের উদ্বোধনের ফলে রাজ্যবাসী তথা সারা বিশ্বের জনগণ সমবায় দপ্তরের বিভিন্ন কাজকর্ম ও এর পরিকল্পনা সহ বিভিন্ন তথ্য ঘরে বসেই অনায়াসে জানতে পারবেন৷ প্রয়োজনীয় কাগজপত্র ও ডাউনলোড করতে পারবেন৷ তিনি বলেন, রাজ্যে সমবায় আন্দোলন শুরু হয়েছিল ১৯৪৯ সালে স্বস্তি সমবায় সমিতির নিবন্ধীকরণের মাধ্যমে৷ বর্তমানে রাজ্যে ১৭৯৫টি বিভিন্ন সমবায় সমিতিতে প্রায় ৮ লক্ষ ৩৪ হাজার সদস্য যুক্ত আছেন৷ তিনি বলেন, রাজ্যে সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে নারীদেরকে বেশী করে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করতে হবে৷ সমবায় আন্দোলনের মূল যে উদ্দেশ্য সেই কৃষি ভিত্তিক সমবায়কে আরও প্রসারিত করতে হবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হরিপদ চক্রবর্তী, সমবায় দপ্তরের সচিব কে ডি চৌধুরী, সমবায় নিয়ামক স্বপন কুমার দাস, আই টি দপ্তরের এস আই ও প্রসেনজিৎ পুরকায়স্থ, দপ্তরের ডি আর সি এস নিখিল রঞ্জন চক্রবর্তী, দপ্তরের আধিকারিক মৃদুল চন্দ্র সাহা প্রমুখ আলোচনা করেন৷ অনুষ্ঠানে ধন্যবাদ জাপন করেন সমবায় দপ্তরের আধিকারিক এম কে সেনগুপ্ত৷ দপ্তরের এই ওয়েবসাইটে সমবায় সমিতি কি ও ত্রিপুরা রাজ্যে সমবায় আন্দোলনের প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে৷ তার সঙ্গে বিভিন্ন সমবায় সমিতির কাজকর্মের উপর কিছু ছবি দেওয়া হয়েছে৷ এখানে থাকছে দপ্তরের মূল উন্নয়নমূলক পরিকল্পনার তথ্য ও বিগত ২০১৬-১৭ অর্থবর্ষে অর্জিত কিছু সাফল্যের পরিসংখ্যান৷ এছাড়া রয়েছে অন্যান্য তথ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *