BRAKING NEWS

বিশালগড়ে বিস্তর ফেন্সিডিল উদ্ধার দেবীপুরে ধবংস করা হল গাঁজা বাগিচা

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়/কমলাসাগর, ২৪ নভেম্বর৷৷ বিশালগড়ের ব্রজপুর থেকে বিস্তর পরিমাণে ফেন্সিডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ সংবাদ

বিশালগড়ে উদ্ধা করা হয়েছে বিস্তর পরিমাণ ফেন্সিডিল৷ শুক্রবার তোলা নিজস্ব ছবি৷

সূত্রে জানা গিয়েছে শুক্রবার রাত আটটা নাগাদ ব্রজপুরের দরগা সংলগ্ণ এলাকা থেকে ১৮০০ বোতল ফেন্সিডিল বাজেয়াপ্ত করা হয়েছে৷ ডিআইবি শাখার ইনস্পেক্টর পার্থমুন্ডার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে৷ একটি বাড়ির পাশে পরিত্যাক্ত স্থানে এই ফেন্সিডিল মজুত রাখা হয়েছিল৷
শুক্রবার মহকুমার পুলিশ ও বিএসএফ এর যৌথ উদ্যোগে সকাল নয়টা থেকে চলে কমলাসাগর বিধানসভা কেন্দ্রে দেবীপুর পশু পালন খামার এলাকায় ও বাটি বাড়ি পঞ্চায়েতে এলাকায়৷ এই গাঁজা অভিযানে ছিলেন বিশালগড় মহকুমার শাসক নান্টু রঞ্জন দাস, বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক প্রবির পাল, বি এস এফ এবং থানার পুলিশ বাহিনী৷ এই অভিযান সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর একটা পর্যন্ত চলে৷ গাঁজা অভিযানে ৪১ হেক্টর গাঁজা গাছ ধবংশ করাহয়ে বলে জানান মহকুমার শাসক৷ অনুমানিক চল্লিশ হাজার গাঁজা গাছ ধবংস করা হয়েছে৷ বিশাল বাহিনীর পুলিশ ও বি এস এফ নিয়ে এই গাজা বাগান গুলি ধবংস করা হয়েছে৷ যদিও কমলাসাগর বিধানসভায় এলাকায় বিভিন্ন জায়গা বৃস্তির্ন এলাকায় নিয়ে চলে গাঁজা চাষ৷ প্রত্যেক বছরই কমলাসাগর এলাকায় গাঁজা বাগান ধবংশ করা হয়ে থাকে৷ কিন্তু তার পরও নির্মূল হয় না বাগান৷ এই গাজা বাগানকে কেন্দ্র করে কমলাসাগরে চলে মাফিয়াদের রাজ৷ আরো কঠোর ভাবে গাঁজা বাগান গুলি ধবংশ করার পরিকল্পনা নিয়ে হয়তো কমলাসাগর সহ বিভিন্ন এলাকায় গাঁজা কারবারিরা মাথাচারা দিতে পারতনা৷ এলাকার শান্তি প্রিয় ও বুদ্ধিজীবী মানুষেরা চলাফেরী একটু স্বাধিনতা পেত৷ মাফিয়াদের দাপটে এলাকায় জনগন মুখ খুলতে পারছে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *