তেলিয়ামুড়ায় বিজেপির জনজাতি মোর্চার সভা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ নভেম্বর৷৷ দীর্ঘ তিন দশক বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যবস্থায় জনজাতি অংশের মানুষদের তিল মাত্রও উন্নয়ন হয়নি৷ দল ত্যাগী সভাতে দাঁড়িয়ে বর্তমান সরকারে প্রশাসনিক ব্যবস্থার উপর এক ত্রাস ক্ষোভ উবড়ে দিলেন বিজেপি রাজ্যে প্রদেশ সম্পাদীকা কল্যাণী রায়৷ তার জন্যে অগামী ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে গোটা রাজ্যে জুড়ে বিজেপির পতাকা নিচে সামিল হচ্ছে৷ শুক্রবার ২৮ তেলিয়ামুড়া জনজাতি মৌচার উদ্যোগে এক সভা অনুষ্ঠিত তেলিয়ামুড়া ব্লকের দুস্কি এলাকায় দুখাইজমাদার পাড়াতে৷ এদিনের সভাতে বর্তমান রাজ্যে প্রশাসনিক ব্যবস্থায় ওই এলাকায় জনজাতি অংশের মানুষদের উন্নয়নের ছিটে ছোঁয়া না পৌঁচ্ছায় ৪৭ জন ভোটার বিজেপি পতাকা তলে সামিল হয়৷ দল ত্যাগীদের হাতে বিজেপির পতাকা ধরীয়ে দলে সামিল করে নেন বিজেপি রাজ্যে প্রদেশ কমিটি সম্পাদীকা কল্যাণীরায়৷ এছাড়াও ছিলেন খোয়াই জেলা সম্পাদক বিশ্বজিৎ রূপিনী, ছিলেন জনজাতি মৌচার সম্পাদক বিদ্যারতন রূপিনী সহ অন্যান্য নেতৃত্বরা৷ এদিকে কল্যাণীরায় অভিযোগ করে বলেন, ওই এলাকার মানুষের আদিম যুগের মানুষের মতো দিন গুজরান করে আছেন বামফ্রন্ট সরকারের প্রশাসনিক ব্যবস্থায়, রাস্তা, পানীয় জল, শিক্ষা, কেন্দ্রীয় আবাসন যোজনা সহ মৌলিক অধিকারের বিভিন্ন সুযোগ সুবিধা  এই এলাকার গিয়ে পৌঁচ্ছায় নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *