BRAKING NEWS

জঙ্গি হামলার ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ইজিপ্ট সরকার

সিনাই (ইজিপ্ট), ২৫ নভেম্বর (হি.স.): জঙ্গি হামলার ঘটনায় তিনদিনের রাষ্ট্রীয় শোক প্রকাশ করল ইজিপ্ট সরকার। ইজিপ্টের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভিশ কুমার বলেন, “ইজিপ্টের উত্তর সিনাইয়ের বির-আল-আবেদে হামলার নিন্দা করছি। এদেশের সরকার ইজিপ্ট সরকারের পাশে আছে।”
গতকাল দুপুরে হামলাটি চালানো হয় একটি মসজিদে। সেখানে তখন প্রার্থনা করছিলেন অনেকে। ঠিক সেই সময় হামলা চালানো হয়। জঙ্গিরা গাড়িতে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। প্রাণ হারান ২৩৫ জন। আহত প্রায় ১০৯ জন।
শোকপ্রকাশ করে ইজিপ্টের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ এল সিসি বলেন, আমাদের উপর আক্রমণ নামিয়ে আনা হল। তবে এই হামলা আমাদের ক্ষমতা বৃদ্ধি করবে। আমরা ঘুরে দাঁড়াব। সর্বশক্তি দিয়ে সন্ত্রাসবাদের মোকাবিলা করব। ভারতের তরফে বিবৃতিতে বলা হয়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *